লিটন কুমার দাসের সামর্থ্য নিয়ে নিঃসন্দেহে কারোরই প্রশ্ন থাকার কথা না। সন্দেহ নেই খালেদ মাহমুদ সুজনের মনেও। তবে সমস্যা হচ্ছে একদমই ধারাবাহিক নন এই টাইগার ক্রিকেটার। আর এখন তো টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ফর্মহীন ছন্দ বয়ে এনেছেন বিপিএলেও। তবে যেমনই খেলুক না কেন লিটন দাসের উপরেই ভরসা রাখতে চান প্রধান কোচ।
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি খেলেছেন ৩ ম্যাচ যার মধ্যে প্রথমটিতে পেয়েছিলেন রানের দেখা তবে সেখানেও ছিল স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন। পরবর্তী দুই ম্যাচে তিনি করেছেন যথাক্রমে ০ এবং ২ রান। এতে তার দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। অবশ্য এবার লিটনকে নিয়ে সকল প্রশ্নের জবাব দিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।
আগামীকাল সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুজন। যেখানে এই সাবেক টাইগার ক্রিকেটার ও ক্যাপিটালসের প্রধান কোচ জানান লিটন কুমার দাসের সামর্থ্য সম্পর্কে খুব ভালো করেই জানেন তিনি। নিজের দিনে এই ক্রিকেটার কী করতে পারেন তা নিয়ে সন্দেহ নেই তার। এমনকি রান না পেলেও তাকে দলে রাখবেন বলেও জানিয়েছেন সুজন। ক্রিকেটারদের বাজে সময়ে দিয়েছেন পাশে থাকার বার্তা।
আরও পড়ুন:
» হেলসের সেঞ্চুরিতে বড় টার্গেট টপকে গেল রংপুর, জয়হীন সিলেট
» ক্লাব ফুটবলে দলবদলের নতুন সিদ্ধান্ত বাফুফের
তবে সুজন স্বীকার করেন লিটন যখন রান না করে তখন তিনি নিজেই চাপে থাকেন। তবুও লিটনের সামর্থে ভরসা রেখে খেলাতে চান তাকে। সাংবাদিকদের সুজন বলেন, ‘লিটন যখন রান করে না আমি নিজেই খুব চাপে থাকি। লিটন আমার অন্যতম পছন্দের ক্রিকেটার। সত্যি বলতে লিটন ১০ রান না করলেও আমি ওকে দলে চাই। আমি জানি ও কেমন ক্রিকেটার, কেমন সামর্থ্য।’
নিজেকে ফিরিয়ে আনতে বেশ কঠোর অনুশীলন করছেন লিটন দাস এমনটাই জানিয়েছেন ঢাকার এই কোচ। নিজের পরিশ্রমের ফল মাঠেও দেখাবেন লিটন আশা সুজনের, ‘মানুষের খারাপ সময় যায়। তবে আজ ট্রেনিংয়ে অনেক সিরিয়াস ছিল। শুধু প্র্যাকটিসে সিরিয়াস থাকলেই হবে না। মানসিক একটা ব্যাপার থাকে। আশা করি লিটন কাল থেকেই ভালো করা শুরু করবে।’
লিটনের মত ছন্দে নেই তার দল ঢাকা ক্যাপিটালসও। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। তাই দলকে জেতাতে লিটনের জ্বলে ওঠার বিকল্প নেই। আগামীকাল দুপুরে রংপুরে বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্বের খেলা শুরু করবে ঢাকা ক্যাপিটালস। সেই ম্যাচে নিজেকে ফিরে পাওয়ার আশায় থাকবেন লিটন দাস।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/এফএএস