![Head Coach Phil Simmons talk about Litton Das](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Head-Coach-Phil-Simmons-talk-about-Litton-Das-e1739209421557.jpg.webp)
দীর্ঘদিন ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় শেষ পর্যন্ত জাতীয় দল থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। জায়গা হয়নি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে। তবে বাদ পড়েই যেন পুনরায় জ্বলে উঠেছিলেন লিটন। ঢাকার হয়ে বিপিএলে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান। তারপর থেকেই আবার উঠে এই টাইগার ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরানোর দাবি।
এবার আসন্ন এই টুর্নামেন্ট এর আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে তিনি দলের প্রস্তুতির পাশাপাশি কথা বলেছেন লিটন কুমার দাস প্রসঙ্গেও। চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকায় তাকে মিস করবেন বলে জানান কোচ। তবে তিনি উল্লেখ করেন ফিরে আসার জন্য, পরিশ্রম করছেন লিটন।
লিটনের সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে ফিল সিমন্স বলেন, ‘মজার বিষয় হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।’
আরও পড়ুন:
» জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে হামজার সাথে নতুন চমক
» টানা তিন জয়ে রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা
লিটন দাস ফিরে আসার জন্য পরিশ্রম করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তার মত ক্রিকেটার আমরা নিশ্চয়ই মিস করবো। কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে ব্যাট হাতে রাত পাচ্ছে না বলেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক চেষ্টা করছে।’
সংবাদ সম্মেলনে দলের এই প্রধান কোচ জানান দুবাইয়ে গিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসল প্রস্তুতি। এতদিন ক্রিকেটাররা সাদা বলে খেলায় নিজেদের মানিয়ে নিতে খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করে তিনি। বর্তমানে দিনে রাতে দুই শিফটে অনুশীলন করছে ক্রিকেটাররা। সামর্থ্য কাজে লাগাতে পারলে আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন সিমন্স।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)