
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে শাহীন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল দলটি। তবে প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি তাকে। তবে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল (রোববার) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএল অভিষেক হয়েছে রিশাদের। আর নিজের অভিষেক ম্যাচেই বল হাতে নৈপুণ্য দেখিয়ে সকলের প্রশংসা কুড়াচ্ছেন এই তরুণ লেগি।
রোববার (১৩ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। দলের প্রথম জয়ের দিনে বল দারুণ ভূমিকা রাখেন রিশাদ।
লাহোরের দেয়া ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পরে কোয়েটা। কিন্তু রাইলি রুশোর বিধ্বংসী ব্যাটিংয়ে বিপত্তি সামাল দিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকে কোয়েটা। তবে ইনিংসের নবম ওভারে দলীয় ৮৯ রানের মাথায় রুশোকে বোল্ড করেন রিশাদ। এই বিধ্বংসী প্রোটিয়া ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় লাহোর।
আরও পড়ুন:
» মে মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, একনজরে ম্যাচসূচি
» পিএসএলে প্রথম ম্যাচেই ৩ রেকর্ড গড়লেন রিশাদ
রিশাদ তার কোটার শেষ ওভারে ওভারে আরও ২টি উইকেট শিকার করেন। সবমিলিয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার। ম্যাচশেষে ড্রেসিংরুমে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। তার এই পারফরম্যান্সকে ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছেন তিনি।
রিশাদকে বাংলাদেশি ভাই সম্বোধন করে সামিন রানা বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলব…রিশাদ, আমার মনে হয় তুমি আজকের গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছ, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং এই টুর্নামেন্টে এই দলের বোলিং আক্রমণই সবচেয়ে সেরা সেটাও বুঝিইয়ে দিয়েছ।’
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে লাহোর। আগামীকাল (১৫ এপ্রিল) নিজেদের তৃতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে দলটি।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৫/বিটি
