Connect with us
অন্যান্য

সাকিব ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ও সাকিব আল হাসান। ছবি - সংগৃহীত

ছাত্র-জনতা আন্দোলনের চাপে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সাথে গ্রেপ্তার ও মামলা হতে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরদের বিরুদ্ধ। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানের নামেও একটি হত্যা মামলা করা হয়।

আন্দোলন চলাকালে সাকিব ছিলো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। দেশে না থাকার পরও তার নামে মামলা হওয়ায় অনেকে সংশয় প্রকাশ করেছে। এবার মিথ্যা মামলা নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ নজরুল বলেন, সাকিব বা চিত্রনায়ক জায়েদ খান কাউকেই কি মামলার কারণে গ্রেপ্তার করা হয়েছে? আমরা চাইবো যাতে কোনো নিরাপরাধ ব্যক্তি সাজা না পায়।’ তিনি আরও বলেন যে, ‘ আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি যে তাঁদের কাছে যারা এধরনের মামলা করতে আসছে তাঁদেরকে বোঝান যে আপনার দেওয়া তথ্যটা যথাযথ কি না। পুলিশও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এধরনের হয়রানিমূলক মামলা গুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে।’

এসময় ড. আসিফ নজরুল বলেন, ‘ আমরা সবাইলে একটা বিষয় জানাতে চাচ্ছি যে এফআইআর মানেই গ্রেপ্তার না। আমরা পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একসাথে কাজ করছি এধরনের সকল সংকট সমাধানে। পুলিশকে নির্দেশনা দেওয়া আছে যে যথাযথ তথ্য না পেলে যেন কাউকে হয়রানি করা না হয় এবং পুলিশ নিশ্চয়তা দিয়েছে তাঁরা সেটা করবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘ সাকিবের নামে যে মামলাটা হয়েছে সেটা একটা ব্যক্তির করা মামলা। রাষ্ট্রের করা কোনো মামলা না। কারন এগুলো পুলিশ করেনি।’

‘একজন ব্যক্তি নিজের অধিকারের জন্য মামলা করতেই পারে সেটা তাঁর ব্যক্তিগত বিষয় তবে উপযুক্ত প্রমাণ না পেলে অভিযুক্তকে গ্রেপ্তার করবে না পুলিশ বলে,’ জানান আইন উপদেষ্টা।

গত ৫ আগস্ট সহিংসতায় পোশাকশ্রমিক মো.রুবেল মারা গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মামলা করে মৃতের বাবা মো. রফিকুল। ২৭ জন আসামির তালিকায় ছিলো ক্রিকেটার সাকিব আল হাসানের নামও। এরই প্রেক্ষিতে সাকিবকে ক্রিকেট দল থেকে বাদ দিয়ে এবং সুষ্ঠু তদন্তের জন্য সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠায় এক আইনজীবী।

কিন্তু বিসিবি সভাপতি মো. ফারুক আহমেদ জানান, ‘মামলার সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত সাকিবের ক্রিকেট খেলতে কোনো বাঁধা নেই।’

সেসময় তিনি আরও বলেন, ‘দরকার পড়লে সাকিবকে সবধরনের সাহায্য করবে বিসিবি’

সাকিব বর্তমানে দলের সাথে ভারত সফরে আছেন। এর আগে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি দলের যোগ দেয় সাকিব আল হাসান।

আরো পড়ুন : রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য