Connect with us
ফুটবল

মেসির মাঠে ফেরা প্রসঙ্গে যা জানালেন মায়ামি কোচ

Leo Messi
লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

কিছু দিন ধরে এক পুরনো প্রশ্ন নতুন করে উঠতে শুরু হয়েছে – ‘লিও মেসিকে কবে থেকে মাঠে দেখা যাবে?’ যদিও এখনো কোনো পক্ষ থেকেই এই প্রশ্নের সদুত্তর পাওয়া সম্ভব হয়নি। সবশেষ গত শুক্রবার এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোকে। জবাবে মেসির মাঠে ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বলতে না পারলেও ক্ষুদে জাদুকর খুব শীঘ্রই মাঠে ফিরবেন বলে জানান তিনি।

সবশেষ কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকে মাঠের বাইরেই আছেন আলবিসেলেস্তে কাপ্তান। এমনকি চোট থেকে সেরে না ওঠায় আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের খেলায় চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসিকে দলে রাখা হয়নি। তার মাঠে ফেরার সময়টিও এখনো নিশ্চিত নয়।

গত পরশু লিও মেসির ইনজুরি প্রসঙ্গে কথা বলেছেন তার ক্লাবের কোচ জেরার্দো মার্তিনো। তিনি বলেন, ‘সে মাঠে থাকলেও এখনো দলীয় অনুশীলনের বাইরে আছে। তবে ফিজিকাল ট্রেইনারের সঙ্গে সে কাজ করে যাচ্ছে। আর এখন সে জাতীয় দল থেকেও বাইরে আছে। খেলার মত ফিট না থাকলেও তার উন্নতি চোখে পড়ার মত। অনুশীলনে সে ভালো অনুভব করছে। তাকে নিয়ে আমরা অনুমান করে কিছু বলছি না।’

দলের অধিনায়ক কবে নাগাদ ফিরবেন সেটা নিশ্চিত করে না বললেও তার পুনর্বাসন নিয়ে ইতিবাচক কোচ মার্তিনো, ‘শারীরিক প্রশিক্ষক ও চিকিৎসক মিলে সমন্বয় করে তাকে নিয়ে পরিকল্পনা করছে। তবে আমি তার ফেরা নিয়ে নিশ্চিত সময় বলতে পারছি না। তবে সেটি (খেলায় ফেরা) অনেক সন্নিকটে। চলতি মৌসুমের শেষ দিকে সে খেলায় ফিরবে। সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে।’

ইন্টার মায়ামি বস আরো যোগ করেন, ‘লিও ইতোমধ্যে তিন-চার দিন মাঠে কাজ করেছে। সে প্রতিনিয়তই ভালো অনুভব করছে। তবে আমরা তার ফেরার প্রসঙ্গে অনুমানের ভিত্তিতে কিছু বলতে চাই না। কারণ এটি এমন না ও হতে পারে। তবে আমরা এটুকু বলতে পারি, লিওকে আবারও মাঠে খেলতে দেখাটা খুব বেশি দূরে নয়।’

উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে মেসির ইনজুরি প্রবণতা আগের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল