Connect with us
ক্রিকেট

আফ্রিকা সিরিজে সাকিবের অনুপস্থিতি নিয়ে যা বললেন নতুন কোচ

shakib al hasan and head coach
ফিল সিমন্স এবং সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহেকে গত ১৪ অক্টোবর শোকজ ও বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ফিল সিমন্সকে। ১৮ ঘন্টার ব্যবধানে গত বুধবার ঢাকায় পা রেখেছেন সিমন্স।

দায়িত্ব নেওয়ার পর আজ (শনিবার) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী কোচ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের নতুন দায়িত্ব ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে সিমন্স বলেন,’ আমি মনে করি, সামনের টেস্ট ম্যাচে আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। এ ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারব।’

আরও পড়ুন: আবারও বাংলাদেশ দলের স্পিন কোচ হলেন মুশতাক

সাকিবের দেশে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে নানা আলোচনা। এর মধ্যেই আবার চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করেছে বিসিবি। এ নিয়ে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। এই সব বিষয় নিয়ে নয়া কোচ বলেন, ‘ আমার প্রথম বিষয় হলো ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন অনেক ভালো ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব আলোচনা দূরে রেখে আমাদের ক্রিকেটে মনোযোগ দিতে হবে।’

এরপর আবারও সাকিবের কথা উঠলে, এড়িয়ে গিয়ে ক্রিকেটে মনোযোগ দিতে সিমন্স। তিনি বলেন, ‘এটাও একটা প্রসঙ্গ (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা আমাদের নিশ্চিত করা। আমাদের নিয়ন্ত্রণ করতে হবে কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটি। ছেলেদের নজরেও আমি এটা দেখতে চাই।’

উল্লেখ্য, আগামী (সোমবার) মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ক্রিফোস্পোর্টস/১৯ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট