
দীর্ঘ প্রায় ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন বৈশ্বিক ইভেন্ট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র হাতেগোনা তিন দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। তার আগে টুর্নামেন্টে দেখা যেতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।
জানা গেছে দর্শকদের জন্য ব্যতিক্রমী কিছু প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমানবাহিনী (পিএএফ)। দেশটির স্বাধীনতা দিবস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নানা প্রদর্শনীতে অংশ নেয় পাকিস্তান বিমানবাহিনী। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠানে তেমনি কিছু ব্যতিক্রমী প্রদর্শনী দেখাতে চলেছে তারা।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পিএএফের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে নির্দিষ্ট একটা সময় রাখা হয়েছে। পিএএফের বিখ্যাত এয়ার টিম ‘শেরদিল অ্যারোবেটিকস’ এর সাথে থাকবে, জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ ফাইটার জেটসহ স্পেশাল কিছু যুদ্ধবিমান। এই সকল বিমান আকাশে দেখা যাবে নানা স্টান্ট প্রদর্শন করতে।
আরও পড়ুন:
» নিজেকে প্রস্তুত রাখতে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন লিটন
» পাকিস্তান ও বাবর জ্বলে উঠবে, আত্মবিশ্বাস আমিরের
১৯৯৬ সালের পর এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে পাকিস্তানে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। অবশ্য ভারতের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা অংশ খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এফএএস
