অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরকার পতনের পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সব মিলিয়ে এখনো একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে নারীদের আসন্ন এই মেজর টুর্নামেন্ট। আজ রোববার ফের এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সচিবালয়ে আজ এক সংবাদ সম্মেলনে আসিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। তবে বাংলাদেশ একটা সংকটকালীন সময় পার করছে, আবার একই সঙ্গে যারা আমাদের অতিথি হয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা কেবল ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে নেই, এটা এখন রাষ্ট্রীয় ব্যাপার।’
আইসিসিসহ সকলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা বলেন এই ক্রীড়া উপদেষ্টা, ‘ড. মুহাম্মদ ইউনূস (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে আবার নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’
এদিকে আগামী ২০ আগস্ট বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে ক্রিকেট বোর্ড গুলোর সঙ্গে একটি অনলাইন সভায় বসবে আইসিসি। সংস্থাটির চাওয়া এই সভায় নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বিসিবি। কেমন পূর্ববর্তী সূচি অনুযায়ী এই টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র দেড় মাস। তাই দ্রুত সময়ের মধ্যে জটিলতার অবসান ঘটিয়ে বিশ্বকাপ আয়োজনের সকল বিষয়ে নিশ্চিত হতে চায় আইসিসি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর কথা চিন্তা করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজন করতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এর আগে পার্শ্ববর্তী দেশ ভারতকে এই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিলে তা সরাসরি প্রত্যাখ্যান করার কথা জানান বিসিসিআই সচিব জয় শাহ।
আরও পড়ুন: দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এফএএস