Connect with us
ক্রিকেট

টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে যা বললেন টাইগার কোচ হাতুরুসিংহে

Hathurusinghe

প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে দাপুটে জয় পাওয়ায় টাইগারদের টপঅর্ডারের ব্যর্থতার দিকে কেউ তেমন দৃষ্টি না দিলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টপঅর্ডারের ব্যর্থতা ছিল লক্ষণীয়। টপঅর্ডারের দুর্দান্ত শুরুর অভাবেই বড় সংগ্রহ তাড়া করতে ব্যর্থ টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্য ছিল খুবই কম। তাই টপঅর্ডারের ব্যর্থতার পরও সহজেই জয় তুলে নিয়েছিল টাইগারা। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য ছিল বিশাল। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া তানজিদ তামিম ব্যর্থ হন দ্বিতীয় ম্যাচেও। দুই ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মোটে ছয়টি রান।

অন্যদিকে প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানো শান্ত ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের সাথে। অনেকদিন পর রানে ফিরেছে লিটন। ম্যাচ শেষে টপঅর্ডারের ব্যর্থতা নিয়ে কথা বলেন টাইগার কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

তিনি বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র শুরু। বড় মঞ্চে ম্যাচ খেলেছে মাত্র দুইটি। প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছিল সে। যদি ২ ইনিংস দেখেই কারো ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতো তাহলে মালান আজকে এখানে থাকতো না। তার থেকে ভালো কিছু পেতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে।’

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তটাও ভুল হিসেবে দেখছে না টাইগার কোচ। এত বড় স্কোরের জন্য বোলারদেরই সমালোচনা করেছেন তিনি। তিনি মনে করেন বোলাররা সঠিক জায়গায় বল করতে ব্যর্থ হওয়ায় রান পাহাড় গড়তে পেরেছে।

মঙ্গলবার (১০ই অক্টোবর) ইংল্যান্ডের ৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

আরও পড়ুন: এবার বিশ্বকাপে জরিমানার দুঃসংবাদ পেলো সাকিববাহিনী

ক্রিফোস্পোর্টস/১‌১অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট