সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলে সুযোগ হয়নি সৌম্য সরকারের। টুর্নামেন্ট শেষে খুব বেশি দিন ঘরোয়া ক্রিকেটও হয়নি। সাম্প্রতিক সময়ে আহামরি কিছু করেও বসেননি সৌম্য। এরপরও অতীতের ন্যায় ফের কোনো এক অদ্ভুত যুক্তিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের দলেই ডাক পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটিং অলরাউন্ডার।
আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার একাদশেও সুযোগ পান সৌম্য। কিন্তু জাতীয় দলে ফেরাটা রাঙাতে পারলেন না তিনি। ব্যাট হাতে ডাক মারার পর বল হাতেও ৬ ওভারে রান দিয়েছেন ৬৩। ম্যাচ শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসেন এনামুল হক বিজয়।
তার কাছে সৌম্য সরকারের এমন বাজে পারফরমেন্স এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে কোন ক্রিকেটারকে নিয়ে অন্য কোন ক্রিকেটারের মন্তব্য করাটা কোন মতেই ঠিক হবে না। আমার মনে হয়, বিষয়টি টিম ম্যানেজমেন্ট সব থেকে ভাল বুঝবে। আর টিমমেট হিসেবে আমাদের যে কোন ক্রিকেটারকেই আমরা সাপোর্ট করে যাবো। এটি আমাদের একদম মন থেকেই চলে আসে।’
‘দলে যেই প্লেয়ারই সুযোগ পাক না কেন, আমরা তাকে শতভাগ সাপোর্ট করবো। আর দলে কে থাকবে কে থাকবে না, সেটার সিদ্ধান্ত নিয়ে থাকে টিম ম্যানেজমেন্ট কিন্তু ক্রিকেটার হিসেবে আমরা যখন এক দলে খেলি তখন একে অন্যকে সমর্থন করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়’ – যোগ করেন বিজয়।
যদিও সৌম্য আজ ফিফথ বোলার হিসেবে খেলেছিলেন কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। এ বিষয়ে বিজয়ের মন্তব্য, এটা আসলে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট এর বিষয়। তারা সৌম্যকে নিয়ে যে আশা করেছিল সেটা বাস্তবে রূপ পায়নি। কিন্তু টিম ম্যানেজমেন্টের তো আশা ছিল যে সে ভালো করবে।
বিজয় বলেন, আসলে কোনো সিদ্ধান্তই ভুল না, আবার কোনো সিদ্ধান্ত সঠিকও না। সৌম্যর বিষয়টি একটি ভালো সিদ্ধান্তও হতে পারতো। ও ঘরোয়াতে খুব ভাল বল করে, সেট ব্যাটসম্যানের উইকেট তুলে নিতে পারে। আজও হয়তো সেটাই পরিকল্পনাতে ছিল কিন্তু সফল হয়নি।
আরও পড়ুন : যুবাদের হাত ধরে এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এমএস/এসএ