Connect with us
ক্রিকেট

বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহর সংবর্ধনা নিয়ে যা জানা গেল

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টেস্ট থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটা ছিল জিম্বাবুয়ের মাটিতে। এবার টি-টোয়েন্টিতেও বিদেশের মাটিতেই অবসরের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ভারত সিরিজের তৃতীয় ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন মাহমুদউল্লাহ। তবে বিদেশের মাটিতে হওয়ায় বড় কোনো সংবর্ধনার ব্যবস্থা করা না হলেও গার্ড অব অনার দিয়েছিলেন ক্রিকেটাররা। এবার ভারতের মাটিতে বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহকে কোনো সংবর্ধনা দেওয়া হবে কি না সেটা এখনো অনিশ্চিত।

এ ব্যাপারে বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাসকে জিজ্ঞেস করা হলে কোনো সুনিশ্চিত জবাব আসেনি। হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টির আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসেন নিক পোথাস। মাহমুদউল্লাহর জন্য শেষ ম্যাচে কোনো সংবর্ধনা থাকছে কি না এমন প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘দুঃখিত, এটা দলের অভ্যন্তরীণ বিষয়।’

আরও পড়ুন:

» ঢাকা টেস্টের আগে প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ

» মুস্তাফিজের পর ঢাকা ক্যাপিটালসের শিবিরে যুক্ত হলেন তামিম

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে লাল-সবুজের জার্সিতে ১৪০ টি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ১২৯ ইনিংসে ব্যাট করে ২৩.৬৫ গড় ও ১১৭.৫১ স্ট্রাইক রেটে ২৪৩৬ রান করেছেন এই তারকা। যেখানে ৮টি অর্ধশতক রয়েছে তার। এছাড়া বল হাতে ৭৯ ইনিংসে ৪০টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

তাছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ। প্রথম স্থানে থাকা সাকিব আল হাসানও (২৫৫১) অবসরে গেছেন। যদিও মাহমুদউল্লাহর আরো এক ম্যাচ বাকী রয়েছে। তবে সাকিবকে ছাড়িয়ে যেতে তার এখনো ১১৬ রান প্রয়োজন, যা আপাতদৃষ্টিতে অনেকটাই অসম্ভব।

আগামীকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট