জাতীয় দলে নেইমারের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ তা এবারের কোপা আমেরিকায় হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাজিল। নেইমারবিহীন সেলেসাওরা কোয়ায়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েই অনেকটা নিস্তেজ ছিল ব্রাজিলের আক্রমণভাগ। যার ফলে খুব একটা সুবিধা করতে পারেনি গত আসরের ফাইনালিস্টরা।
দলের এই খারাপ সময়ে নেইমারকে ঘিরে সুখবর পেয়েছে ব্রাজিল। চোট কাটিয়ে পুনরায় মাঠে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবরে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন এই আল হিলাল তারকা।
গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে চোট পান নেইমার। এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। চলতি বছরের মাঝামাঝি সময়ে তার সেরে উঠার সম্ভাবনা ছিল। তবে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবারের কোপা আমেরিকায় খেলতে পারেননি তিনি।
আরও পড়ুন:
» বিশ্ব ফুটবলে ব্রাজিলের দুরবস্থার নেপথ্যে যেসব কারণ
» ইউরোর দলগুলোকে আমেরিকান কাপে আমন্ত্রণ জানালেন স্কালোনি
সর্বশেষ দুই কোপা আমেরিকাতেই ফাইনালে উঠেছিল ব্রাজিল। ২০১৯ আসরে নেইমার খেলতে না পারলেও ২০২১ আসরে পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এবারের আসরে তার অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব ছিল ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই রিয়াল মাদ্রিদ তারকা।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও ধুকছে ব্রাজিল। ৬ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচেই হেরেছে সেলেসাওরা। বাকি ১ ম্যাচ ড্র। এর ফলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বাছাই পর্বের আগামী ম্যাচগুলোতে নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিল শিবির ও কোচ দরিভাল জুনিয়রকে অনেকটা স্বস্তি জোগাবে।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/বিটি