Connect with us
ক্রিকেট

জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কেমন হবে, জানালেন বিসিবি সভাপতি

Shakib-Faruk Ahmed
জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। প্রায় দেড় যুগ ধরে টাইগারদের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন এই অলরাউন্ডার। জাতীয় দলে আরো কয়েক বছর খেলার কথা রয়েছে তার। তবে সম্প্রতি রাজনীতিতে জড়িয়ে পড়ায় জাতীয় দলে তার ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছে।

চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে এমপি পদে জয়লাভ করেন সাকিব। তবে সংসদ সদস্য হিসেবে বেশিদিন টিকতে পারেননি এই ক্রিকেটার। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার রাজনৈতিক পদও বাতিল হয়। তবে এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। আওয়ালীগ সমর্থিত হওয়ায় জাতীয় দলের হয়ে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

তবে সব শঙ্কা কাটিয়ে চলমান পাকিস্তান সিরিজে বাংলাদেশের হয়ে খেলছেন সাকিব। পরবর্তীতে খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবেন তিনি। তবে ভবিষ্যতে জাতীয় দলে খেলার পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এ নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করে নতুন পলিসি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ।

আরও পড়ুন:

» পিন্ডি টেস্টে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

» গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগতম: বিসিবি সভাপতি ফারুক আহমেদ 

তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা করে সাকিবের বিষয়ে পলিসি প্রণয়ন করা হবে। সাকিব জাতীয় দলের ক্রিকেটার থাকা অবস্থায় রাজনীতি চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে আমরা আলোচনা করব।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘আমাদের এখন টেস্ট সিরিজ চলছে। পরবর্তীতে কী হবে সেটা বোর্ডের পলিসির ওপর নির্ভর করবে। পলিসি থাকলে এখন যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো আর খেলো না, তাহলে সেই দায়টা বোর্ডের ওপর আসতো। সাকিব বাইরে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না সেটাও একটা ব্যাপার। আমরা গুরুত্ব সহকারে সবকিছু দেখবো।’

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট