Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের দল কেমন হবে, কি বলছেন অধিনায়ক শান্ত?

What will the World Cup squad be like, says captain Shanto
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১জুন থেকে যুক্তরাষ্ট্র ও উন্ডিজদের মাটিতে চার-ছক্কার ধুন্ধুমার লড়াইয়ের পর্দা উঠবে। মহারণের প্রস্তুতি স্বরূপ ইতোমধ্যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা তাদের স্কোয়াড ঘোষণা করেছে। দল ঘোষণার শেষ দিন ১ মে হলেও দল ঘোষণা না করে আইসিসির কাছে দলের তালিকা পাঠিয়ে রেখেছে বিসিবি।

দল ঘোষণা না করায় টাইগারদের বিশ্বকাপ দল নিয়ে ক্রিকেট অনুরাগীদের জল্পনা-কল্পনা যেন থামছেই না। তাই যেন দল কেমন হতে পারে সেটা নিয়ে খানিকটা আভাস দিলে রাখলেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান আজ সম্পন্ন হয়ে গেল। পরে সংবাদ সম্মেলনে আসলে তার কাছে বিশ্বকাপ দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

জবাবে টাইগার দলপতি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও জিম্বাবুয়ের সিরিজের দল থেকেই বিশ্বকাপের দল সাজানো হবে। বেশির ভাগ দল এই দুই সিরিজ থেকেই ঠিক করা হবে যদি সবাই সুস্থ-স্বাভাবিক থাকে তাহলে। খুব বেশি হলে দু একজন হয়তো এদিক-সেদিক হতে পারে তবে এই দুই সিরিজ থেকেই বিশ্বকাপ স্কোয়াড গঠন করা হবে।’

যদিও বেশ কিছু দিন যাবত ওপেনারদের রান খরায় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। লিটন রান পাচ্ছেন না। লোয়ার মিডল অর্ডারে সাম্প্রতিক সময়ে কিছুটাও সৌভাগ্য হয়ে এসেছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। যদিও শান্তর নজর বিশ্বকাপে সবগুলো বিভাগে ভালো করা।

শান্তর ভাষ্য, ‘আমরা দলের প্রত্যেকটি জায়গায় ভালো করতে চাই। ভালো ক্রিকেট খেলতে চাই। নির্দিষ্ট তিন-চার জায়গায় মনোযোগ রাখাটা মুশকিল। আমাদের লক্ষ্য পরিপূর্ণ দল হিসেবে বিশ্বকাপ শুরু করা।’

আরও পড়ুন: মুস্তাফিজকে নিয়ে সুরে সুর মেলালেন রাজা ও শান্ত 

ক্রিফোস্পোর্টস/২মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট