Connect with us
ফুটবল

৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠে যা বললেন জাভি

What Xavi said after 4 years to reach the quarter of the Champions League
৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সা। ছবি- সংগৃহীত

ইতালিয়ান জায়ান্ট নাপোলির বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ ৩-১ গোলে উতরে গেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গতকাল অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় জিতে ৪ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পা দিল লিও মেসির সাবেক ক্লাব। এর আগে প্রথম লেগের খেলায় নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করে এসেছিল বার্সেলোনা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আগেই মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রাখা জাভি হার্নান্দেজ, ‘আজ (গতকাল) নাপোলিকে হারানো ছাড়া আনাদের আর কোনো বিকল্প ছিল না। এত দিন চ্যাম্পিয়নস লিগে আমাদের অনেক রকমের সমালোচনার স্বীকার হতে হয়েছে, যেগুলো আসলে অযৌক্তিক ছিল। আমরা অনেক চাপের মধ্যে ছিলাম। এই ম্যাচটি কোয়ার্টার ফাইনাল অর্জনের থেকেও আমাদের কাছে আরও বেশি কিছু ছিল। বার্সেলোনায় কোচিং ক্যারিয়ারে এটি আমার অন্যতম সেরা মুহুর্ত ছিল।’

গতকাল রাতের ম্যাচে বিশেষ ভাবে নজর কাড়েন বার্সার লা মাসিয়া একাডেমির ১৭ বছর বয়সী ডিফেন্ডার পও কুবারসি। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তরুণ এই রক্ষণভাগের ফুটবলারপর প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ, ‘কুবার্সি ফুটবলার হিসেবে এবং মানুষ হিসেবক অসাধারণ। তার মধ্যে মেধা আছে এবং শেখার মত ধৈর্য্য আছে। সে নিয়মিত নিজের আরও উন্নতি করার জন্য মাঠে নামে। ভবিষ্যতে তাকে আমরা বিশ্বমানের একজন ডিফেন্ডার হিসেবে দেখার অপেক্ষায় আছি। স্প্যানিশ এবং বার্সেলোনার জন্য সে আশীর্বাদ হয়ে এসেছে।’

চলতি বছরের জানুয়ারিতে জাভি জানিয়ে দেন, মৌসুম শেষে বার্সার ডাগআউটে আর থাকছেন না তিনি। মাঝে বাজে সময় কাটানোর পরবর্তী সময়ে এই ঘোষণার পর থেকেই টানা ৯ ম্যাচ ধরে অপরাজিত আছে কাতালান জায়ান্টরা। এরপরেও ক্লাব ছাড়ার সিদ্ধান্তে এখনো অটল আছেন বার্সার সাবেক এই ফুটবলার।

আরও পড়ুন: ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড গড়ল নেইমারের আল হিলাল 

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল