Connect with us
ক্রিকেট

পিএসএলে কবে যোগ দিচ্ছেন বাংলাদেশি তিন ক্রিকেটার

Rishad and nahid PSL
রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি- সংগৃহীত

গত বছর জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন তরুণ পেসার নাহিদ রানা। তার গতি আর ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যেই নজর কেড়েছে দেশের বাইরে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার জন্য।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসর শুরু হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল। এবারের মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের নাহিদ রানা। তার সঙ্গে একই লিগে অংশ নিচ্ছেন লিটন দাস এবং রিশাদ হোসেনও, যাদের সবাই বিসিবি থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছেন।

জানা গেছে, নাহিদ রানা প্রথমে জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন এবং এরপর ২৬ এপ্রিল পাকিস্তানে পিএসএল মিশনে যোগ দেবেন।


আরও পড়ুন

» হামজার অর্জনে নতুন মাত্রা

» আইপিএলে রেকর্ড গড়ল কেকেআর, যা অন্য কোনো দলের নেই


অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ৮ এপ্রিল করাচি কিংসের সঙ্গে যোগ দেবেন। রিশাদ হোসেন ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে আগামীকাল শেষ ম্যাচটি খেলে লাহোর কালান্দার্স শিবিরে যাবেন।

Rishad and nahid , liton PSL

১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল। মোট ৩৪টি ম্যাচ হবে টুর্নামেন্টজুড়ে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট