Connect with us
ফুটবল

বাংলাদেশে কবে আসছেন হামজা, জানা গেল তারিখ

Hamza
৩০ সদস্যের ঘোষিত দলে রয়েছে হামজা চৌধুরীও।

ব্রিটেন ছেড়ে বাংলা মাটিতে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। এটা পুরোনো খবর হলেও রয়েছে নতুন সংবাদ। এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। সেখানে জানানো হয়েছে হামজার দেশে আসার দিনক্ষণ।

জানা গেছে, আগামী ১৮ মার্চ দেশে আসছেন বাংলাদেশী বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। বাফুফে ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে আছেন বাংলাদেশী বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার।

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচের প্রস্তুতিতে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে তারা। সেজন্য তালিকায় থাকা ২৮জন খেলোয়াড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।


আরও পড়ুন:

» আরবে গিয়ে হারল বাটলারের ‘নতুন’ নারী দল

» তুরস্কের রাজনীতিতে ওজিল, যোগ দিলেন এরদোগানের দলে


তবে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। আগামী ১৮ মার্চ বাংলাদেশে আসছেন তিনি। প্রাথমিক এই দলে জায়গা হয়নি আলোচিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। তবে দলে আছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন।

আছেন ব্রাদার্স ইউনিয়নে যোগ দেয়া জামাল ভূঁইয়াও। ৩০ সদস্যের দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর বাংলাদেশি বংশোদ্ভুত ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।

বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল