Connect with us
ফুটবল

কবে মাঠে ফিরছেন মেসি? যা বললেন সুয়ারেজ

Messi-Suarez
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন লিওনেল মেসি। তবে চোট কাটিয়ে কবে মাঠে ফিরছেন বা কতদিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে তার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের মতে, খুব শীঘ্রই মাঠে ফিরছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মেসির মাঠে ফেরার সময় নিয়ে তার জাতীয় দলের সতীর্থ এবং কোচের কাছেও অজানা। গতকাল (২৮ জুলাই) লিগস কাপে পুবেলাকে ২-০ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচশেষে মেসির ফেরার প্রসঙ্গে কথা বলেছেন সুয়ারেজ।

তিনি বলেন, ‘মেসি সব সময় চায় মাঠে থাকতে। সে এই ক্লাব ও তার দেশের প্রতি কতটা নিবেদিতপ্রাণ তা সবারই জানা। যত দিন গড়াচ্ছে, তার মাঠে ফেরার সময় ততই এগোচ্ছে। আমরা সবাই তাকে মাঠেই দেখতে চাই।’

আরও পড়ুন:

» প্যারিস অলিম্পিক: তৃতীয় দিনে মেডেল তালিকার শীর্ষে ফিরলো চীন

» অলিম্পিকে স্বর্ণ জিতেছেন ১৬ বছর বয়সী ক্রীড়াবিদ 

গত ১৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ৬৪ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি। এরপর তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি এই তারকা। সম্প্রতি ইন্টার মায়ামির সংবর্ধনা অনুষ্ঠানে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। যা অনেকটা চিন্তায় ফেলেছে ভক্তদের।

গত বছরের মাঝামাঝি সময়ে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর মায়ামির ইতিহাসের প্রথম শিরোপা জয় করেন এলএমটেন।  চলতি মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্টও করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল