Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে কখন?

When is the Bangladesh match in the Champions Trophy?
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী বছর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতে বসবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে আসন্ন এই টুর্নামেন্টের ড্রাফট ও সম্ভাব্য সূচি আইসিসির কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি (পিসিবি)। এর আগে টুর্নামেন্ট শুরুর সময় ও কে কোন গ্রুপে খেলবে সেটা প্রকাশ করেছিল বার্তা সংস্থা পিটিআই। এবার ম্যাচের সূচি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৮টি দল চূড়ান্ত হয়েছিল। যেখানে স্বাগতিক পাকিস্তান সহ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

টুর্নামেন্টের ড্রাফটে গ্রুপ-এ তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর গ্রুপ-বি তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

আরও পড়ুন:

» এলপিএল ২০২৪ : কে কত প্রাইজমানি পাবে?

» এলপিএল ২০২৪: একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

আগামী ১৯ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। একদিন পর ২০ তারিখ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

এরপর ২৪ তারিখ রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও লাহোরে ফিরবে টিম টাইগার্স। সেখানে ২৭ তারিখ নিউজিল্যান্ডকে মোকাবিলা করবে লাল-সবুজের দল।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

 তারিখ   ম্যাচ   ভেন্যু
 ২০ ফেব্রুয়ারি  বাংলাদেশ বনাম ভারত  লাহোর
 ২৪ ফেব্রুয়ারি  বাংলাদেশ বনাম পাকিস্তান 
 রাওয়ালপিন্ডি
 ২৭ ফেব্রুয়ারি  বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  লাহোর

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট