ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে এবার বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজুর রহমানই সুযোগ পেয়েছেন। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে ২ কোটি রুপিতে পাড়ি জমানো এই বাঁহাতি কাটার মাস্টার ইতোমধ্যে দলের হয়ে প্রথম তিন ম্যাচ হয়ে ৭ উইকেট শিকার করে ফেলেছেন। এর মধ্যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তো ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও।
কিন্তু আসরের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে আসেন এই টাইগার পেসার। পরে জানা যায়, আসন্ন বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতেই দ্য ফিজের হঠাৎ দেশে জরুরি তলব। তাই গত মঙ্গলবার রাতে ঢাকার মাটিতে পা রাখেন মুস্তাফিজ। তবে এর ফলে চেন্নাইয়ের জার্সিতে একটি ম্যাচ মিস করার কথা উঠলেও ফিজকে সম্ভবত দুই ম্যাচের জন্য পাচ্ছে না সিএসকে।
বাংলাদেশে ভিসা প্রক্রিয়া শেষ করতে পাঁচ-ছয় দিন লেগে যেতে পারে। তাই চেন্নাইয়ের জার্সিতে আগামী ৫ ও ৮ তারিখের ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। ৫ তারিখ চেন্নাইয়ের প্রতিপক্ষ মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ ও ৮ তারিখের প্রতিপক্ষ চলতি আসরের শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স। এই দু’ম্যাচে তাই ফিজকে নাও পেতে পারে আসরের সর্বোচ্চ শিরোপাধারীরা।
সে হিসেবে আইপিএলের এবারের আসরে আর মাত্র চারটি ম্যাচে খেলতে পারবেন এই বাঁহাতি। আগামী ১৪-২৮ এপ্রিল সিএসকের চারটি ম্যাচ রয়েছে। এই চারটি ম্যাচ খেলেই চলতি আসরে কাটার মাস্টারের হয়তো সমাপ্তি ঘটতে চলেছে। কারণ আইপিএল খেলতে বিসিবি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
আজ যুক্তরাষ্ট্রের ভিসার জন্য মুস্তাফিজদের বায়োমেট্রিক সম্পন্ন করা হবে। তারপর আগামী দুই দিন ছুটি থাকায় সোমবারের আগে হয়তো পাসপোর্ট হাতে পাবেন না ফিজ। আর এ ক’দিন এই প্রক্রিয়ার জন্য তার পাসপোর্ট যুক্তরাষ্ট্রের দূতাবাসে জমা থাকবে। তাই ৫ ও ৮ তারিখে হয়তো খেলা হচ্ছে না মুস্তাফিজের।
ভিসার কাজ শেষ করে আইপিএলে যোগ দিলে ১৪, ১৯, ২৩ ও ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংসের চারটি ম্যাচে হয়তো সুযোগ পাবেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ৩০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে সাতক্ষীরা থেকে উঠে আসা এই টাইগার পেসারের।
আরও পড়ুন: আইপিএলের তিন রাউন্ড শেষে কোন দলের অবস্থান কোথায়?
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এমএস/এমটি