Connect with us
ফুটবল

বুট জোড়া কবে তুলে রাখবেন রোনালদো? জানালেন জর্জিনা

Ronaldo Al-nassr jersey- Reuters
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ফুটবল জগতের বরপুত্র বলাই চলে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। লম্বা সময়ের ফুটবল ক্যারিয়ারে নিজ মহিমায় ছাড়িয়ে গেছেন অনেক কিংবদন্তিদের। ভেঙেছেন, গড়েছেন ফুটবলের অনেক রেকর্ড। এখন তিনি চল্লিশের কোঠায়। তবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেন বলছেন এটা কেবল একটা সংখ্যা মাত্র।

এরই মাঝে ইউরোপ ছেড়ে রোনালদো পাড়ি জমিয়েছেন এশিয়ার ফুটবলে। আছেন নিজের ক্যারিয়ারের সায়াহ্নে। তবুও দাপিয়ে বেড়াচ্ছেন সৌদির ফুটবল মাঠ। প্রতিনিয়ত মাঠে নামলেই করছেন নতুন নতুন রেকর্ড। তবে আর কতদিন ফুটবল মাঠে দেখা যাবে এই পর্তুগিজ সুপারস্টারকে, সেই প্রশ্নই যেন সবসময় ঘুরপাক খায় ফুটবলপ্রেমীদের মাঝে।

তবে এবার যেন সেই প্রশ্নেই কথা বললেন রোনালদোর বান্ধবী জর্জিনা। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে জর্জিনা এসেছিলেন রোনালদোর নাম লেখা একটি লাল রংয়ের পোশাক পড়ে। এরপরেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যেখানে জর্জিনা কথা বলেছেন রোনালদোর খেলা নিয়ে।

জর্জিনা বলেছেন, ‘ ক্রিস্টিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ করবেন তিনি। হয়তো দু’বছরও হতে পারে সময়টা। আমি আসলে সত্যিই জানি না।’

অবশ্য এর আগে গেল বছর রোনালদো অনেকটা ধারণা দিয়ে রেখেছিল খেলতে চান ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এছাড়াও গত সৌদি আরবের ফুটবল মৌসুম শেষ করে তিনি বলেছিলেন, ‘আমি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। আমি মনে করি, লক্ষ্যটাকে স্বল্প ও মধ্য মেয়াদি ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এরপর দেখা যাক কী হয়।’

এদিকে কিছুদিন আগেই পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন তার কাছে বলা রোনালদোর নিজের কথা। মার্টিনেজ যখন রোনালদোর ২০০ ম্যাচ খেলার আগ্রহের কথা জানতে চেয়েছিলেন, রোনালদো তখন বলেছিলেন তিনি খেলতে চান জাতীয় দলের জার্সিতে ২৫০ ম্যাচ। তবে তার এই কঠিন চাওয়াটা পূরণ করতে হলে তাকে যে পরিমাণ সময় খেলা চলে যেতে হবে তাতে ২০২৬ বিশ্বকাপ তেমন অসম্ভব নয়।

আরও পড়ুন: বিলবাওর মাঠে পয়েন্ট ভাগাভাগি করল বার্সেলোনা

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল