
গত একমাস ধরে ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল। ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয়েছিল তার। এরপর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ আছেন খান সাহেব। তবে এখনই মাঠে ফেরা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের।
হার্ট অ্যাটাকের পর আজই (শুক্রবার) প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। বিসিবির সঙ্গে দেশের ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে মিরপুর শের-ই-বাংলায় এসেছিলেন তিনি। সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটাররাও ছিলেন। সভা শেষে আলোচনার বিষয়গুলো সংবাদমাধ্যমকে জানান তামিম। এ সময় মাঠে ফেরার সময়ও জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
হার্ট অ্যাটাকের পর এখন সুস্থ আছেন তামিম। তবে এখনো মাঠের ফেরার জন্য ফিট নন তিনি। এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগতে পারে আরও ৩ মাস। সব ঠিক থাকলে ৩ মাস পরেই ২২ গজে ফিরবেন দেশসেরা এই ওপেনার।
আরও পড়ুন:
» তাহলে কি নেইমারদের নতুন কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি?
» হৃদয়ের শাস্তিকে ‘হাস্যকর’ বলছেন তামিম, বিসিবির নতুন সিদ্ধান্ত
এ বিষয়ে তামিম বলেন, ‘আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। ইনশাআল্লাহ খুবই ভালো আছি এবং হেলদি আছি। ৩ মাস পর ফিরব ইনশাআল্লাহ।’
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। সেখানে গুরুতর হার্ট অ্যাটাক হলে একপর্যায়ে হৃৎস্পন্দন বন্ধই হয়ে যায় তামিমের। এ সময় তাকে ২২ মিনিট ধরে সিপিআর ও ৩ বার ডিসি শক দেওয়া হয়। এরপর লাইফ সাপোর্টেও নেওয়া হয় তাকে। পরবর্তীতে হার্টের ব্লকে রিং বসানো হয় এবং কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ওঠেন।
এদিকে চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তামিম। তবে এখন ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। এর আগে বিপিএলে ফরচুন বরিশালকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/বিটি
