তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ইস্যু নিয়ে যে অনিশ্চয়তার কালো মেঘ এখনো কাটেনি সেটা পুরনো খবর। ২০২৩ সালের সেপ্টেম্বরে সবশেষ লাল-সবুজের জার্সি গায়ে চাপানো তামিম এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন। টাইগারদের সাবেক কাপ্তানকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না এমন প্রশ্নে তিনি জানিয়েছিলেন, বিপিএলের মাঝপথেই এর উত্তর সবাই জেনে যাবেন। তবে এখনও পর্যন্ত বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে তামিমের এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ইউনুস বলেন, ‘আমিসহ আরো কয়েকজনকে নিয়ে বোর্ড সভাপতি আমাদের তামিমের সাথে বসতে বলেছেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি একেবারে বিপিএল শেষ হওয়ার পরই তামিমের সাথে আমরা আলোচনায় বসবো। কারণ বিপিএলের শেষ পর্ব খেলতে তারা এখন ঢাকায় ফিরছে, টুর্নামেন্ট শেষ হতেও আর বেশি দিন বাকি নেই।’
এর আগে তামিম ইকবালের এই ইস্যুটি নিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন গত ১২ ফেব্রুয়ারী সংবাদমাধ্যমের সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘তামিমের বিষয়ে আমরা নিজেরা কথা বলেছি। আমি অন্যদেরকে নিয়ে জালাল ভাইকে তামিমের সঙ্গে বসতে বলেছি। উনারা কথা বলার পর আমি নিজেও তামিমের সঙ্গে আলাদাভাবে বসবো। তারা সবাই আগে ঢাকায় এসে নিক তারপর। আগেভাগেই কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে বিপিএল এর মাঝপথেই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবো বলে আশা করছি।’
আরও পড়ুন: তামিম-সাকিবের সেই উদযাপনকে ঘিরে বিসিবির ইতিবাচক বার্তা
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমএস/এফএএস