
ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার জন্য আগেই ছাড়পত্র পেয়েছিলেন গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন। এবার তাদের সঙ্গে আরও চার বাংলাদেশি নারী ফুটবলার যোগ দিচ্ছেন ভুটানের লিগে। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুনকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা চাকমা জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন এবং ভুটানের গন্তব্য ঠিক হয়ে গেছে। পারো এফসির হয়ে খেলতে ৬ এপ্রিল দেশ ছাড়বেন তারা। অন্যদিকে রুপনা ও মাসুরার ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা থাকলেও তাদের ভুটান যাওয়ার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা সেই গণমাধ্যমকে বলেন, ‘বিদেশি লিগে খেলা সব সময়ই আনন্দের। এখান থেকে অনেক কিছু শেখা যায়, যা ভবিষ্যতে জাতীয় দলে কাজে লাগানো সম্ভব।’
আরও পড়ুন:
» বাসায় ফিরে নতুন জীবন পাওয়া প্রসঙ্গে যা বললেন তামিম
» চাকরি হারালেন দরিভাল, কে হবেন ব্রাজিলের নতুন কোচ?
এদিকে নারী দলের কোচ পিটার বাটলারও মনিকা-সাবিনাদের সুযোগ পাওয়ায় খুশি। তিনি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন এবং মনে করেন, এই অভিজ্ঞতা তাদের পারফরম্যান্সের উন্নতিতে সহায়ক হবে। নারী ফুটবলারদের শুভকামনা জানিয়ে পিটার বলেন, ‘খুবই ভালো। তাদের জন্য শুভকামনা রইল।’
আগামী ১৫ এপ্রিল শুরু হচ্ছে ভুটানের নারী লিগ, যা চলবে প্রায় ছয় মাস। এই লিগ চলাকালীন সময়ে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে সংশ্লিষ্ট ফুটবলাররা দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। বাফুফে সূত্রে জানা গেছে, এই ছয়জন ছাড়াও মোসাম্মাৎ সাগরিকা ভুটানের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন। শিগগিরই তিনিও ছাড়পত্র পেয়ে যেতে পারেন।
বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য নতুন নয়। সাবিনা খাতুন এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া লিগে খেলেছেন, সানজিদা আক্তার খেলেছেন কলকাতা ইস্ট বেঙ্গলের হয়ে। এছাড়া গত বছর এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য ভুটানের রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠে নেমেছিলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা।
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এফএএস
