Connect with us
ক্রিকেট

ভারত সফর শেষে কোথায় গেলেন সাকিব?

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ইতোমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত মধ্যকার টেস্ট সিরিজ। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কানপুর টেস্টের পূর্বে টেস্ট এবং টি-টিয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান। ভারত সফর শেষে সাকিব কোথায় যাবেন এই নিয়ে ছিল নানান গুঞ্জন। তবে জানা গিয়েছে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছেন এই অলরাউন্ডার।

নিরাপত্তার ইস্যুর কারণে বাংলাদেশে ফিরতে পারছেন না সাকিব। তাই সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো ভারত সফর শেষে কোথায় যাবেন তিনি। তবে জানা গিয়েছে গতকাল (মঙ্গলবার) আমেরিকার উদ্দেশ্যে ভারত ছেড়েছেন সর্বকালের সেরা এই অলরাউন্ডার। সেখানে পরিবারের সাথে থাকবেন তিনি।

আরও পড়ুন: ফিফার পেইজে লাল-সবুজের পতাকাসহ হামজার ছবি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা সাকিবের। এই টুর্নামেন্টে থাকবেন টাইগার ওপেনার তামিম ইকবালও। আগামী ৪ অক্টোবর শুরু হয়ে এই আসর।শেষ হবে ১৪ অক্টোবর। সাকিব আর তামিম দুজনে আলাদা ক্লাবের হয়ে খেলবেন । টি-টেনের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবং লস অ্যাঞ্জেলস ওয়েভস হয়ে মাঠে নামবেন সাকিব।

মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচটি খেলতে চেয়েছিলেন সাকিব। নিরাপত্তাসহ কিছু শর্ত দিয়েছেন বাংলাদেশের এই পোস্টার বয়। আফ্রিকার বিপক্ষে খেলা না হলে কানপুর টেস্ট-ই হয়তো সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এখন শুধু ওয়ানডেতে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

ক্রিফোস্পোর্টস/০২ অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট