Connect with us
ফুটবল

বছর শেষে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, কোথায় আছে ব্রাজিল-বাংলাদেশ?

Argentina Brazil Bangladesh
আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

২০২১ এর কোপা আমেরিকা জয়ের পর থেকেই ফুটবল বিশ্বে উড়ছে আর্জেন্টিনা। পরের বছরই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে আলবিসিলিস্তেরা। এর মাস তিনেক পরেই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে মেসির দল। সেই অবস্থার তারা ধরে রেখেছে এখন পর্যন্ত।

গতকাল দলগুলোর র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা– ফিফা। এতে দেখা যায় গেল প্রায় দুবছর যাবত শীর্ষস্থানের মুকুট নিজেদের মাথায়ই ধরে রেখেছে আর্জেন্টিনা। নতুন এই তালিকায় পরিবর্তন আসেনি ব্রাজিল এবং বাংলাদেশের অবস্থান। এমনকি গেল মাসখানেক যাবত তেমন আন্তর্জাতিক ম্যাচ না থাকায় সামান্যই পরিবর্তন এসেছে র‌্যাঙ্কিংয়ে।

হালনাগাদকৃত এই তালিকা দেখা যায় ১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। অপরদিকে ১৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল। তালিকায় ১৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। তৃতীয় অবস্থানে থাকা স্পেনের পয়েন্ট ১৮৫৩.২৭। আর ১৮১৩.৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন:

» ইতিহাস গড়ে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

» বাংলাদেশের হয়ে খেলার কারণ জানিয়ে যা বললেন হামজা

ব্রাজিলের পরে ১৭৫৬.১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে রোনালদোর দল পর্তুগাল। পরিবর্তন আসেনি বাংলাদেশের অবস্থানেও। নিজেদের পুরাতন ১৮৫তম অবস্থানেই রয়ে গেছে তারা। তবে তাদের থেকে এগিয়ে থাকা কিছু দলের তুলনায় সামান্য পয়েন্ট ব্যবধানে পিছিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। তাই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

আর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে গতকাল রাতেই বাংলাদেশের দলে নতুন সদস্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর আগমনের খবরে। আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। চলতি বছর গেল কিছু ম্যাচে যেমন দ্রুতগতির গোছালো ফুটবল উপহার দিয়েছে তপু-সোহেলরা, ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখতে চাইবে তারা।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল