Connect with us
ক্রিকেট

বিসিবি সভাপতি কোথায় আছেন, যা জানালেন সুজন

Where is BCB president, what Sujon said
বিসিবি সভাপতির অবস্থান প্রসঙ্গে কথা বলেছেন সুজন। ছবি- সংগৃহীত

এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। চলমান মেয়াদে ২০২৫ সাল পর্যন্ত পাপনের দায়িত্বে থাকার কথা রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তার সভাপতির পদ হারানোর শঙ্কা জেগেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের নির্বাচিত এমপি ছিলেন পাপন। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই আত্মগোপনে রয়েছেন বিসিবি বস। এখনও তার নির্দিষ্ট অবস্থান জানা যায়নি। তবে এ প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন।

মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুজন। এরমধ্যে পাপনের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘না, উনার সঙ্গে আমার এখনও কোনো যোগাযোগ হয়নি। সুতরাং আমি বলতে পারব না উনি কোথায় আছেন।’

আরও পড়ুন:

» বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

» ক্রীড়া উপদেষ্টার কাছে কী চাইবেন পেসার শরিফুল ইসলাম 

আগামী অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশের মাটিতে। তবে দেশের পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল থাকায় বিকল্প ভেন্যুর চিন্তাভাবনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিসিবি বিশ্বকাপ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তাই এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তবে বিসিবি সভাপতির অনুপস্থিতিতে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সুজন বলেন, ‘পাপন ভাই পদত্যাগ করেননি, তাই এখনও উনি সভাপতি আছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়ে এসেছেন আসিফ মাহমুদ। যেহেতু এখন পাপন ভাই নেই, উনিই সিদ্ধান্ত গুলো নেবেন। কী করতে হবে সেটা বলে দিয়েছেন। যেহেতু এটা আর বিসিবির হাতে নেই। এখন বিশ্বকাপটা হবে কি না সেটা সরকার পর্যায়ে চলে গেছে।’

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট