Connect with us
ক্রিকেট

পোস্ট ডিলেট করার পর কী হলো মিরাজের ফেসবুকে?

miraz facebook delete
হঠাৎ উধাও মিরাজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট

বাংলাদেশের ক্রিকেটে হঠাৎ খেলাধূলার চেয়ে ফেসবুক পোস্ট নিয়ে বেশি আলোচনা চলছে। এই আলোচনার জেরে পক্ষে-বিপক্ষেও কথা বলছেন অনেকে। এমনকি বিসিবি সতর্ক করাও শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ উধাও হয়েছে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট।

সম্প্রতি জাতীয় দলে অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব আলোচনায় আসেন ভারতের বিরুদ্ধে তারুণ পারফর্ম করায়। কিন্তু এরপর নজরে আসে তারই কিছু পুরোনো স্ট্যাটাস। নারী, ধর্মমসহ নানা ইস্যুতে স্ট্যাটাস দিয়েছেন জুনিয়র সাকিব। যা নিয়ে তোপের মুখে পড়েন এই পেসার।

এরপর সাকিবের সমর্থনে পোস্ট করেছিলেন মিরাজও। এরপর সেই পোস্ট নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ৩ ঘণ্টা পর সেই স্ট্যাটাসটি ডিলিট করেন এ অলরাউন্ডার। কিন্তু এর ঠিক কিছুক্ষণ কর থেকে আর পাওয়া যাচ্ছে না মিরাজের ভেরিফায়েড পেজটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে সার্চ দিয়ে মিরাজের ফেসবুক পেজটি পাওয়া যাচ্ছে না।

তবে মিরাজের ভেরিফায়েড পেজটি হ্যাক হয়েছে নাকি আনপাবলিশড করা হয়েছে সে বিষয় এখনও জানা যায়নি। মিরাজ কিংবা বিসিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো তথ্য বা বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট