Connect with us
ফুটবল

নেইমারের পরবর্তী গন্তব্য কোথায়? বার্সা পরিচালকের যে ভবিষ্যদ্বাণী

Where is Neymar's next destination
নেইমারের পরবর্তী গন্তব্য নিয়ে বার্সা পরিচালকেরভবিষ্যদ্বাণী। ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দিতা হয় ইউরোপে। ইউরোপের বাইরের দেশের বেশিরভাগ ফুটবলারের স্বপ্ন থাকে ইউরোপে শীর্ষ লিগের ক্লাবগুলোর খেলার। তবে যে বয়সে অন্যান্য ফুটবলাররা ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছেন, সেই বয়সে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমান নেইমার জুনিয়র। তবে ইউরোপ ছেড়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই ব্রাজিলিয়ান।

চোটের কারণে ক্যারিয়ারে অসংখ্যবার বাধাপ্রাপ্ত হয়েছেন নেইমার। তবে সম্প্রতি ক্যারিয়ারের আরো একটা বড় ইনজুরি কাটিয়ে উঠেছেন এই তারকা। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ে এক বছরের জন্য মাঠে বাইরে চলে যান তিনি।

২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমান নেইমার। তবে সেই বছর ইনজুরিতে পড়ায় আল হিলালের জার্সি গায়ে মাতানো হয়নি তার। ইনজুরিতে পড়ার আগে পাঁচ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। গত অক্টোবরে ইনজুরি থেকে মোটে ২ ম্যাচ খেলে আবারো ইনজুরিতে পড়েন এই তারকা।

আরও পড়ুন:

» বিগ ব্যাশ লিগে ‘অদ্ভুত’ নিয়ম আনতে চায় অস্ট্রেলিয়া!

» গোলের সেঞ্চুরির পর রোনালদোকে ছাড়িয়ে যেতে চান ভিনি

ইনজুরি প্রবণ নেইমারের ওপর এবার আস্থা হারিয়েছে আল হিলাল। চলতি মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে নেইমারের। তবে গুঞ্জন রয়ে চুক্তি নবায়নের বিষয়ে আগ্রহী নয় ক্লাবটি। যে কারণে নেইমারের ক্লাব ছাড়া নিয়ে বড় গুঞ্জন উঠেছে।

সৌদি ছেড়ে কোথায় পাড়ি জমাবেন নেইমার, পুনরায় ইউরোপে ফিরবেন নাকি অন্য কোনো দেশের লিগে দেখা যাবে তাকে? এ নিয়ে চলছে নানান জল্পনা। তবে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া নিয়েও বড় গুঞ্জন রয়েছে। আবার অনেকে বলছেন, পুনরায় বার্সেলোনায় ফিরবেন এই ব্রাজিলিয়ান তারকা। যদিও নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা দেখছেন না বার্সেলোনা পরিচালক ডেকো। তবে তিনি চান নেইমার যেন ফুটবলে ফেরেন এবং সেটাই হবে সবচেয়ে বড় খুশির বিষয়।

টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেকো বলেন, ‘নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা সবসময়ই অনেক কম ছিল। সৌদি আরবে পারি জমানোর পর তিনি আরো ব্যয়বহুল হয়ে গেছেন। বিশেষ করে, আর্থিক নিয়মাবলি মেনে চলা এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেইমার যেন আবার ফুটবলে ফিরতে পারে। এতে সে নিজে যেমন খুশি হবে, তেমনি তার সমর্থকেরাও খুশি হবে। আমি জানি না, এরপর তার গন্তব্য কী হবে, তবে সে ফুটবলে ফিরুক এটাই সবচেয়ে জরুরি।’

ইনজুরি কাটিয়ে পুনরায় মাঠে ফিরেছেন নেইমার। তবে আল-হিলাল কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, সৌদি প্রো লিগের বাকি ম্যাচগুলোতে খেলবেন না নেইমার। শুধুমাত্র এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতেই খেলতে পারবেন তিনি। যে কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব বদলানোর সম্ভাবনা রয়েছে নেইমারের।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল