খুব অল্প সময়ে দেশের ক্রিকেটে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন পিচ কিউরেটর টনি হেমিং। দুই বছরের চুক্তিতে ২০২৩ এর জুলাইয়ে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। ক্রিকেট মাঠ ও মাটির প্রস্তুতিতে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ এই কিউরেটর করেছেন দারুন কিছু কাজ। তবে নিজের দায়িত্ব শেষ হওয়ার আগেই বিসিবির চাকরি ছাড়লেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর।
গেল বছর শেষের দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। তখন সেই ভেন্যুতে টনি হেমিংয়ের কাজ দেখে মুগ্ধ হয়েছিল সকলেই। তারপর থেকে আলোচনায় উঠে আসেন বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করা এই মৃত্তিকা বিশারদ।
তোমধ্যে বোর্ডে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন হেমিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক ১ বছর আগেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে হেমিংয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
গেল এক বছরেই সিলেট ও চট্টগ্রামের আউটফিল্ডে দৃশ্যমান পরিবর্তন আনেন হেমিং। শুধু এই দুই জায়গায় নয়, সদ্য বরিশালের শহীদ আবদুর সেরনিয়াবাত স্টেডিয়ামের নতুন উইকেট তৈরি করে এসেছেন তিনি। মাঠের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি, মৃত্তিকাবিজ্ঞানে অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন।
এর আগে মূলত বিসিবির মেগা প্রজেক্ট পূর্বাচল স্টেডিয়ামের জন্যে আনা হয়েছিল এই কিউরেটরকে। গত বছরে প্রাথমিকভাবে এই স্টেডিয়াম প্রস্তুত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি এখনো। এদিকে পূর্বাচলের সেই ভেন্যুর মুখ দেখার আগেই বিদায় নিয়ে নিলেন টনি হেমিং। পাশাপাশি তার সুদূরপ্রসারী পরিকল্পনার বাস্তবায়নও অসমাপ্ত রয়ে গেল।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী হেমিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন। তিনি তার বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটের অবকাঠামো উন্নত করতে সাহায্য করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।’
এদিকে অস্ট্রেলিয়ান এই কিউরেটরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল পাকিস্তান। টনি হেমিংকে নিয়োগ দিতে পিসিবির ইচ্ছের কথা, গেল মে মাসে পাকিস্তান ক্রিকেটের বরাতে প্রকাশ করেছিল অনেক গণমাধ্যম। তাই অনেকে ধারণা করতে পারেন বিসিবির চাকরি ছেড়ে হয়তো পাকিস্তান পাড়ি জমাবেন এই কিউরেটর। অবশ্য তার পরবর্তী গন্তব্য আমি এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: মেসির হাত ধরে যে ৮ আসরের ফাইনালের মঞ্চ ছুঁয়েছে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এফএএস