বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ বা দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ৷ ১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ ইতোমধ্যে পেরিয়েছে ২২টি আসর৷ প্রথম বারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। সেটাও আবার দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার পর৷
যদিও ফুটবলের এ বৈশ্বিক আসরে দলীয় সাফল্যের বিচারে সবচেয়ে বেশি শিরোপা ছুঁয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি ও ইতালি৷
অবশ্য সদ্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেনের ঝুলিতেও রয়েছে পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি৷ তবে বিশ্বকাপে সাফল্যের পাল্লায় সবচেয়ে বেশি ওজন ব্রাজিলের৷ ফুটবল বিশ্লেষকদের অনেকেই দেশটিকে সেরা ফুটবল খেলুড়ে দেশের তকমাও দিয়ে থাকেন৷
২০২২ বিশ্বকাপে যেখানে ৩২টি প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল, এবার টুর্নামেন্টকে আরো প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহনের কথা ভাবছে ফিফা৷ এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের ভেন্যু ও তারিখ৷ দল বাড়ানোর সাথে সাথে বাড়ছে ম্যাচ সংখ্যাও। ৩২ দলের বিশ্বকাপে এতদিন ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। এবার ৪৮ দলের আসরে তারা বেড়ে হচ্ছে ১০৪টি।
কানাডা,যুক্তরাষ্ট্র ও মেক্সিকো-তে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ৷
২০২৬ বিশ্বকাপ কখন, কোথায় ম্যাচ?
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ১১জুন স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ।
গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩ ম্যাচ আয়োজন করবে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরিতে হবে খেলা। টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ১১ শহরে।
১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই।
লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে ৯ থেকে ১১ জুলাই গড়াবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল।
ডালাস ও আটলান্টায় দুই সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই। ১৮ জুলাই মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।
২০২৬ বিশ্বকাপে ল্যাতিন আমেরিকার দল কয়টি?
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে কোয়ালিফায়িং রাউন্ড শুরু হয়ে গেছে ল্যাতিন আমেরিকা অঞ্চলে৷ আর্জেন্টিনা-ব্রাজিলসহ কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করেছে ১০টি দল৷ এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি অংশগ্রহণ করবে বিশ্বকাপের মূল পর্বে৷ অন্যদিকে টেবিলের ৭ নাম্বার দলকে পাড়ি দিতে হবে ইন্টার-কনফেডারেশন প্লে অফ। সেখানে জিতলেই সুযোগ থাকবে বিশ্বকাপের বিমান ধরার৷
বর্তমানে ল্যাতিন আমেরিকা অঞ্চলের কোয়ালিফাই রাউন্ডের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা৷ ৬ ম্যাচে ৫ জয় নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুয়ে রয়েছে উরুগুয়ে৷ ৬ ম্যাচে ৪ জয় রয়েছে তাদের৷ অন্যদিকে ব্রাজিলের সময়টা মোটেও ভালো কাটেনি৷ দলটির বর্তমান অবস্থান ছয়ে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ ম্যাচে হেরেছে সেলেসাওরা৷
আরও পড়ুন: মুম্বাইয়ের জয়ের রাতে রোহিতের জোড়া মাইলফলক
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/টিএইচ/এফএএস