আগেই আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এর আগে কোন প্রকার চুক্তি সম্পন্ন হচ্ছিল না। অবশেষে আইসিসির সাথে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ত্ব চুক্তি স্বাক্ষর করলো পিসিবি। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে সংস্থাটির আইন বিষয়ক উপদেষ্টা জোনাথন হলের সাথে স্বত্ত্ব চুক্তি স্বাক্ষর করেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ।
গতকাল (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। সবশেষ ২০২৩ এশিয়া কাপের আয়োজক স্বত্ত্ব পেয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে ভারত অস্বীকৃতি জানালে পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন নিয়ে দোটানা দেখা দেয়। পরবর্তীতে হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলংকা দুই দেশে টুর্নামেন্টটি আয়োজিত হয়। আসরে মাত্র চারটি ম্যাচ আয়োজিত হয়েছিল পাকিস্তানে। বাকি ম্যাচগুলো হয় শ্রীলংকায়।
আর এ কারণেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ত্ব শেষমেশ পাকিস্তান পাবে কি না তা নিয়ে পিসিবির দুশ্চিন্তা ছিল। কিন্তু আইসিসির সাথে আয়োজনের চুক্তি আনুষ্ঠানিকভাবে হয়ে যাওয়ায় এখন চিন্তামুক্ত হয়েছে পিসিবি। বিবৃতিতে পিসিবি জানায়, আইসিসির সাথে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ত্ব চুক্তি স্বাক্ষর করেছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।
প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলোর নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সাথে ইতোমধ্যে বৈঠকও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা-ব্যক্তিরা। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবিকে নিশ্চিত করেন, ‘আয়োজন সফল করতে পাকিস্তানের সব ধরনের নিরাপত্তা সংস্থাগুলো তাদের সাধ্য মত সহায়তা অব্যাহত রাখবে।’
সবশেষ পাকিস্তান আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করেছিল ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া ২০০৯ সালে পাকিস্তানে সিরিজ খেলতে গেলে শ্রীলংকার টিম বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘদিন নির্বাসিত ছিল। এই কারণে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পাকিস্তানে অনুষ্ঠিতব্য কিছু ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে নেয় আইসিসি।
আরও পড়ুন: আশরাফুলের নির্বাচক হওয়ার ব্যাপারে বিসিবি সভাপতির মন্তব্য
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমএস/এমটি