Connect with us
ক্রিকেট

শততম টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে কোন কোন ক্রিকেটারের?

cricketer who has a double century in the 100th Test
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন কেবল দুইজন। ছবি- সংগৃহীত

শততম টেস্টে শতক হাঁকিয়েছেন– ক্রিকেট ইতিহাসে এমন ব্যাটারের সংখ্যা কেবল দশজন৷ তবে শততম টেস্টে দ্বিশতক হাঁকিয়েছেন এমন ব্যাটারদের সংখ্যা আরও কম৷ জো রুট ও ডেভিভ ওয়ার্নার– দুজনেই নিজেদের শততম টেস্টকে স্মরণীয় করে রেখেছেন দ্বিশতক হাঁকিয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁরাই প্রথম বারের মতো এমন কীর্তি গড়েন। এর আগে ক্রিকেট এমন দৃশ্য আর দেখেনি।

অবশ্য রুট-ওয়ার্নারের আগেই দ্বিশতকের খুব কাছাকাছি পৌঁছালেও তা বাস্তবে রূপ দিতে পারেননি পাকিস্তানের সাবেক ইনজামাম-উল-হক৷ ২০০৫ সালে ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ১৮৪ রান করে থামেন ইনজামাম৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ইনজামাম-উল-হক৷

জো রুট

কলিন কাউড্রে, অ্যালেস স্টেওয়ার্টের পর তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে শতক হাঁকান জো রুট৷ তবে শুধু শতক নয়, প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দ্বিশতকও করেন তিনি৷ অবশ্য শুধু ইংলিশদের মধ্যে নয়, ইতিহাসেই প্রথম বারের মতো এমন কীর্তির সাক্ষী থাকলো ক্রিকেট৷

Joe Root's Double hundred in 100th Test

শততম টেস্টে ২১৮ রানের ইনিংস খেলেন জো রুট। ছবি- সংগৃহীত

২০২১ সালে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে চেন্নাইতে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েন জো রুট৷ ওই টেস্টে রুট ৩৩৭ বলে ২১৮ রানের এক স্মরণীয় ইনিংস খেলেন। রুটের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ম্যাচটিও জিতে নেয় ইংল্যান্ড। স্বাগতিক ভারতকে ২২৭ রানে হারিয়ে ম্যাচটি জয়লাভ করে থ্রি লায়ন্সরা৷

ডেভিড ওয়ার্নার

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর এই তালিকায় এখন পর্যন্ত সর্বশেষ নাম ডেভিড ওয়ার্নার৷ আবার দ্বিশতক হাঁকানোর তালিকায় সর্বশেষ নামটিও ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচটি ছিল ওয়ার্নারের ক্যারিয়ারের শততম টেস্ট৷ ওই ম্যাচে ওয়ার্নার প্রথমে ১৪৪ বলে হাঁকান সেঞ্চুরি, এরপর ২৫৪ বলে পৌঁছান দ্বিশতকে।

David Warner's Double hundred in 100th Test

শততম টেস্টে ২০০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর নিজের শততম টেস্টে দ্বিশতক হাঁকান ডেভিড ওয়ার্নার। রুট ও ওয়ার্নার ছাড়া টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত এমন কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের৷

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে? 

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট