ক্রিকেটের নামে-গুনে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি লিগ আইপিএল৷ মানসম্মত ও পর্যাপ্ত সুযোগ সুবিধা সমৃদ্ধ আইপিএল খেলতে প্রতি বছর মুখিয়ে থাকে নামকরা তারকারা৷ ২০০৮ থেকে শুরু হওয়া আইপিএলের এখন পর্যন্ত ১৬টি আসর শেষ হয়েছে৷ এবার দেখতে দেখতে আইপিএলের ১৭তম আসরের দ্বারপ্রান্তে চলে এসেছে ক্রিকেট ভক্তরা৷ আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা ঘরে তুলেছে কোন দল?—এই আলোচনা এখন চরমে।
আইপিএলের ইতিহাসে ১৬টি আসরের মধ্যে ১০ বারই শিরোপা গেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে৷ টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের কৃতিত্বও তাদের দখলে৷ এছাড়া আরো ৬টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভিন্ন ভিন্ন দল।
আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা ঘরে তুলেছে কোন দল?
চেন্নাই সুপার কিংস
আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস৷ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। সর্বশেষ আসরেও শিরোপার ছোঁয়া পেয়েছে তারা৷ সবমিলিয়ে আইপিএলের ২০১০, ২০২১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ বার ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে দলটির৷
মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাইয়ের মতো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স৷ দুই দলই আইপিএলে সমান পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের ১৬টি আসরের মধ্যে ১০ বারই শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি ৬টি আসরে আইপিএল দেখেছে ভিন্ন চ্যাম্পিয়ন। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়৷
কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের একক আধিপত্যের দেয়াল ভেঙে তৃতীয় সফল দল কলকাতা নাইট রাইডার্স।
২০১২ ও ২০১৪ আসরের চ্যাম্পিয়ন তাঁরা। এর মধ্যে ২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে দলটি রানার্স আপ হয়ে শেষ করে৷ এছাড়া আইপিএলে আর কোনো দল একবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি৷
সানরাইজার্স হায়দরাবাদ
২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেকান চার্জার্স৷ এরপর থেকে দলটি বিলীন হয়ে যায়৷ পরবর্তীতে নাম পরিবর্তন করে সানরাইজার্স হায়দরাবাদ নামে আইপিএলে অংশ নেয় দলটি৷
২০১৬ সালে ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দারুণ পারফরম্যান্সে ভর করে প্রথম বারের মতো শিরোপার ছোঁয়া পায় সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স আপ হয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি।
রাজস্থান রয়্যালস
আইপিএলের প্রথম আসরেই বাজিমাত করেছিল রাজস্থান রয়্যালস৷ কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে দলটি আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়৷ এরপর টুর্নামেন্টে আর বলার মতো তেমন কোনো সাফল্যের দেখা পায়নি দলটি৷ সর্বশেষ ২০২২ সালের আইপিএলে রানার্সআপ হয় দলটি৷
গুজরাট টাইটান্স
আইপিএলের নিজেদের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি ২০২২ আসরের আইপিএলের শিরোপা ঘরে তোলে৷ ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা৷ এখন পর্যন্ত তারা আইপিএলের ২টি আসরে অংশ নেয়৷ আসন্ন ২০২৪ আইপিএলে পুনরায় বাজিমাত করতে পারে দলটি৷
আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যারা
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি