বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্র অনেকটা শেষের পথে। ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এবার অপেক্ষা অপর এক দলের। ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালের ওঠার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে এই দৌড়ে এখনো টিকে আছে ভারত ও শ্রীলঙ্কা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে দীর্ঘদিন রাজত্ব করেছে ভারত। তবে ঘরের মাঠে গত নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশের পর বড় বিপাকে পড়েছে রোহিত শর্মার দল। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্ট জয় পেলেও দ্বিতীয় টেস্টে হার ও তৃতীয় টেস্টে ড্রয়ের পর ফাইনালের পথ থেকে অনেকটাই ছিটকে যায় টিম ইন্ডিয়া।
তবে এবার মেলবোর্নে চতুর্থ টেস্টে হেরে ফাইনালের পথ আরো কঠিন করেছে রোহিত শর্মার দল। বক্সিং টেস্টে স্বাগতিকদের কাছে ১৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। এতে অস্ট্রেলিয়ার ফাইনালের পথ অনেক সহজ হয়ে গেছে। তবে কাগজে-কলমে ভারত ও শ্রীলঙ্কাও ফাইনালের দৌড়ে এখনো টিকে আছে। এবার দেখে নেওয়া যাক ফাইনালে উঠতে গেলে কোন দলকে কি কি করতে হবে।
আরও পড়ুন:
» দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় দিয়ে বিপিএল মিশন শুরু বরিশালের
» সৈকতের ‘সাহসী সিদ্ধান্তে’ পরাজয় এড়াতে পারল না ভারত
ফাইনাল নিশ্চিতে অস্ট্রেলিয়ার সমীকরণ:
টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে সবচেয়ে সহজ সমীকরণ অস্ট্রেলিয়ার সামনে। আর এক ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়নদের। ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়ার হাতে রয়েছে আরো তিন ম্যাচ। এখন পর্যন্ত ১৬ টেস্টে খেলে ১০ জয়, ৪ হার ও ২ ড্র নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে অজিরা। তাদের জয়ের হার ৬১.৪৬ শতাংশ।
বোর্ডার-গাভাস্কার টফ্রিতে পঞ্চম ও শেষ টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবে অস্ট্রেলিয়া। এই তিন ম্যাচের মধ্যে যেকোনো একটিতে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে প্যাট কামিন্সের দল।
ফাইনাল নিশ্চিতে ভারতের সমীকরণ:
ফাইনাল নিশ্চিতে ভারতের সমীকরণ বেশ কঠিন। এই চক্রে তাদের বাকি আছে কেবল এক ম্যাচ। তাই তাদেরকে নিজ দলের পাশাপাশি অন্য দলের দিকে অর্থাৎ শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে ভারতকে। এরপর শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে জয় এবং অপর ম্যাচে ড্র করতে পারে, তাহলেই ফাইনাল নিশ্চিত হবে ভারতের। তবে সিডনি টেস্টে ড্র বা হারলেই ছিটকে যাবে টিম ইন্ডিয়া।
ফাইনাল নিশ্চিতে শ্রীলঙ্কার সমীকরণ:
সিডনি টেস্টে ভারত ড্র করলেই শ্রীলঙ্কার ফাইনালে পথ খোলা থাকবে। সেক্ষেত্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে লঙ্কানদের।
আগামী বছরের ৩ জানুয়ারি মাঠে গড়াবে সিডনি টেস্ট। এই টেস্টে অস্ট্রেলিয়া জয় পেলে সমীকরণ শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত গড়াবে না। তবে এর পরিবর্তে অন্য কোনো ফলাফল হলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপর প্রতিপক্ষের জন্য শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে।
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৪/বিটি