Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখাবে যে টিভি চ্যানেল

Which TV channel will show the Bangladesh-Zimbabwe series
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দেশের ভক্ত-সমর্থকদের মাঝে খুব বেশি আগ্রহ দেখা যায় না। যে কারণে এবার এই সিরিজের সরাসরি সম্প্রচার নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দর্শকদের আগ্রহ কম থাকায় কোনো বেসরকারি টিভি চ্যানেল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটি সরাসরি সম্প্রচারে আগ্রহ দেখায়নি। তবে শেষ পর্যন্ত মিলেছে স্বস্তির খবর।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়েছিল গত ১৯ মার্চ। তবে ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বিসিবির এ আহ্বানে সাড়া দেয়নি কোনো বেসরকারি টিভি চ্যানেল। তাই শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়েছে বিসিবি।

আরও পড়ুন:

» বাংলাদেশের বিপক্ষে দলের লক্ষ্যের কথা জানালেন জিম্বাবুয়ের কোচ

» ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস এবং জি টিভি-তে সম্প্রচারিত হয়ে আসছিল। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত ছিল এই চুক্তি। এরপর নতুন করে চুক্তি না হওয়ায় এই সিরিজটি টি-স্পোর্টস কিংবা গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে না।

টেস্ট সিরিজ খেলতে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল। বর্তমানে তারা সিলেটে অবস্থান করছেন। সেখানে অনুশীলন করেছে সফরকারীরা। অন্যদিকে বাংলাদেশ ১৩ এপ্রিল থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প শুরু করেছে।

আগামী রবিবার (২০ এপ্রিল) সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুটো ম্যাচই স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে।

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট