Connect with us
ক্রিকেট

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ, পিসিবিকে ধুঁয়ে দিলেন সাবেক ৩ গ্রেট

Crifo PCB
পিসিবিকে ধুঁয়ে দিচ্ছেন সাবেক ৩ গ্রেট

ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাঠে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় ক্ষুব্ধ পাকিস্তানের গ্রেট ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও ধুয়ে দিয়েছেন তিন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক, ইউনিস খান।

এই সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে কোনো জয় ছিলো না বাংলাদেশের। এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ১০ উইকেটে, একই মাঠে বৃষ্টির কারণে চার দিনে কমে আসা দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে হেরেছে পাকিস্তান।

ঘরের মাঠে পাকিস্তানের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনা এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের। সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের গোছানো পারফরম্যান্সের জন্য। কিন্তু এই সিরিজে যেভাবে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ।

আরও পড়ুন:

» তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ হলেন ম্যাককালাম

» এবার ভারত সিরিজে নজর শান্তদের

মিয়াঁদাদের মতে, ব্যর্থতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডও সমানভাবে দায়ী। আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক সিরিজ হারের জন্য ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় তুলেছেন। বলেছেন, টেস্ট জিততে হলে ব্যাটসম্যানদের রান পেতেই হবে। টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি করা সাবেক অধিনায়ক ইউনিস খান সমস্যা দেখছেন ব্যাটসম্যানদের মানসিকতায়।

পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে। প্রথম টেস্টও জিতেছে ১০ উইকেটের ব্যবধানে। তাতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়েছে লাল-সবুজ দল। ফোন করে প্রধান উপদেষ্টা নাজমুল হোসেন শান্তকে বলেছেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট