Connect with us
ক্রিকেট

‘হোয়াইটওয়াশ’ হবে ভারত, অজি তারকার ভবিষ্যদ্বাণী!

nathan lyon comment on india team
ভারতকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ন্যাথান লায়ন। ছবি- সংগৃহীত

টেস্ট সিরিজের মহাযজ্ঞের সামনে দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে এই মহাযজ্ঞ শুরু করবে ভারত। টাইগারদের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডকে আতিথ্য দেবেন রোহিত-কোহলিরা। এরপর চলতি বছরের নভেম্বরে মর্যাদার লড়াই বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

তবে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সব মনোযোগ বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের দলপতি রোহিত শর্মা। চেন্নাইতে গৌতম গম্ভীরের শীষ্যরা টাইগারদের বিপক্ষে রণকৌশল সাজাচ্ছে।

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়েই যখন উত্তাপ চলছে তখন ভারতকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ন্যাথান লায়ন। তার কথায়— ‘হোয়াইটওয়াশ’ এর লজ্জা পেতে হবে ভারতকে!

আরও পড়ুন :

» ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

» উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা (১৮ সেপ্টেম্বর ২৪)

অজি তারকার এমন মন্তব্য বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে। তিনি দাবি করেন- সিরিজে ৫-০ ব্যবধানে ভারতকে হোয়াইটওয়াশ করবে তার দল।

অথচ পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ১০ বছর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মৌসুমের পর থেকে এখন পর্যন্ত এই ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। সবশেষ চার বারই এ ট্রফি জিতেছে ভারত।

India test team

ভারতের টেস্ট দল (India test team)। ছবি- সংগৃহীত

দুবছর পর পর আয়োজন করা হয় বর্ডার-গাভাস্কার ট্রফি। ন্যাথান লায়নের এমন মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে পরিসংখ্যান পেছনে ঠেলে সিরিজটিকে সামনে রেখে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন ট্রাভিস হেড ও প্যাট কামিন্সরা।

অস্ট্রেলিয়ার অফ-স্পিনার ন্যাথান লায়ন বলেন, ‘১০ বছর আগে আমরা বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে এনেছিলাম। আমার মাথায় এখন বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এবার ট্রফি আমরা জিততে চাই। আমার মনে হয় এবার অস্ট্রেলিয়া সিরিজটি ৫-০ ব্যবধানে জিতবে।’

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট