Connect with us
ক্রিকেট

দুই যুগ পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত

India lost against New Zealand
নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ। ছবি- ক্রিকইনফো

মুম্বাই টেস্টের তৃতীয় দিন আজ ম্যাচের ফলাফল আসবে ধারণা করা গিয়েছিল অনেকটাই। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে কে, সেটা বোঝা যায়নি ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। মাত্র ১৪৭ রানের লক্ষ্য ব্যাটিং ব্যর্থতায় পাহাড় সমান করে তোলে ভারতীয় ব্যাটাররা। এতে শেষ পর্যন্ত ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত।

এর আগে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৭৪ রানে অলআউট করে ম্যাচে জয়ের সম্ভাবনা জায়গায় ভারত। তবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে এরপর দলের হাল ধরার চেষ্টা করেন রিশভ পান্ত। রবীন্দ্র যাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে জুটি গড়েন তিনি।

তখনও বোঝা যাচ্ছিল না ম্যাচের মোড় ঘুরবে কোন দিকে। ১২১ রান পর্যন্ত ছিল ভারতের ৭ উইকেট। তবে এরপরই টপাটপ বাকি ৩ উইকেট পড়ে যায় স্বাগতিকদের। ইনিংসের ৩০তম ওভারে এজাজ প্যাটেলের প্রথম ডেলিভারিতে ওয়াশিংটন সুন্দর বোল্ড আউট হলে জয়ের উৎসবে মাতে নিউজিল্যান্ড। 

আরও পড়ুন:

» যোগ করা সময়ের গোলে হারের স্বাদ পেল মেসির মায়ামি

এর আগে সবশেষ ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। এরপর হোম ভেন্যুতে এই প্রথম লজ্জার স্বাদ পেল তারা। এর মাঝে মাত্র একটি টেস্ট দিতে পরাজিত হলেও হোয়াইটওয়াশ হতে হয়নি স্বাগতিকদের। এমনকি সবশেষ ১৮ সিরিজে অপরাজিত ছিল ভারত। এবার ভাঙল সেই বৃত্ত।

মুম্বাই টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৩৫ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে কিউইদের বিপক্ষে ২৬৩ রান তুলে লিড নেয় স্বাগতিকরা। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৭৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এতে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মাত্র ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।

প্রসঙ্গত, বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার নিজেরাই নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে। সিরিজের প্রথম বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর পুনে টেস্টে ১১৩ রানে পরাজিত হয়েছিল স্বাগতিকরা। এবার জিততে জিততেও শেষ ম্যাচে হেরে গেল ভারত।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট