সাত বছরেরও বেশি সময় পর পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকমাস আগে থেকেই শুরু হয়েছিল নানা জটিলতা। আয়োজক পাকিস্তানের মাটিতে ভারতের খেলা নিয়ে আপত্তির ফলে নানা নাটকীয়তা তৈরি হয়। অবশেষে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে প্রায় দুই মাসের মতো সময় বাকি রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দুই গ্রুপের দল নির্ধারণসহ সূচি ও ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান, ও নিউজিল্যান্ড। আর গ্রুপ ‘বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
আরও পড়ুন:
» নতুন বাংলাদেশে বিপিএল হবে উপভোগ্য, আশা ক্রীড়া উপদেষ্টার
» ছুটছেন সালাহ, থামানোর কেউ নেই- পারবে কি লিভারপুল?
পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। এগুলো হলো- লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। এছাড়া ভারতের ম্যাচ আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। এর পরদিন ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
এরপর ২৪ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে টাইগার বাহিনীর। এই ম্যাচটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আর ২৭ তারিখ একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে পৌঁছালে তাদের ম্যাচটি আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আর সেমিফাইনালে না পৌঁছালে ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। ভারত ফাইনালে না পৌঁছালে এটি লাহোরে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে। সর্বশেষ ২০১৭ আসরে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। আইসিসির বৈশ্বিক ইভেন্টে সেটাই ছিল বাংলাদেশের প্রথম সেমিফাইনাল। তাই এবারও ভালো কিছুর প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৪/বিটি