বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্যের মুকুটে আরও একটি পালক কী যুক্ত হবে? সেই প্রশ্ন এখন অনেকটাই যৌক্তিক—কেননা; চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টিম মালোয়েশিয়াকে তাদের ঘরের মাঠে নাস্তানাবুদ করেছে বাংলাদেশের তরুণ তুর্কিরা।
খুদে টাইগ্রেসরা স্বাগতিকদের মাত্র ২৯ রানে অল আউট করে ১২০ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে। এই জয়ে গ্রুপ সেরা হয়েই সুপার ফোর খেলতে নামছে বাংলাদেশ।
তবে সেরা চারে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশের মেয়েদের। কেননা এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এছাড়া বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে নেপালও রয়েছে এই পর্বে। এছাড়া চতুর্থ দল হিসেবে সুপার ফোরে খেলবে শ্রীলঙ্কা। এতে পয়েন্ট তালিকায় সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
আরও পড়ুন :
» অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে বাংলাদেশ
পার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কখন?
তারিখ | দল | সময় | ভেন্যু |
১৯ ডিসেম্বর | বাংলাদেশ বনাম ভারত বা নেপাল | সকাল ৭টা ৩০ | কুয়ালালামপুর |
২০ ডিসেম্বর | বাংলাদেশ বনাম ভারত বা নেপাল | দুপুর ১২টা | কুয়ালালামপুর |
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এদিন সকাল সাড়ে ৭টায় শুরু হবে শিরোপার লড়াই।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে বাংলাদেশ
মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এদিন শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকদের ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দেয় বাঘিনীরা।
ম্যাচে টাইগ্রেসদের বোলিং ঝড়ে মাঠে দাড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটররা। দলটির ক্কোনো ব্যাটারই দুঅঙ্কের ঘর ছুঁতে পারেনি। মালোয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া তিন ব্যাটার ৩ রান করেছেন এবং চারজন আউট হয়েছেন ১ রান করে। শূন্য রানে ফিরেছেন তিনজন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৪৯/৫ (২০)
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ : ২৯/১০ (১৪.৫)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ১২০ রানে জয়ী।
ম্যাচ সেরা : জান্নাতুল মাওয়া ৪৫* (৪৫)
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৪/এসএ