ঘরের মাঠে হেরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আগামীকাল (৩০ আগস্ট) বাংলাদেশের সাথে দ্বিতীয় টেস্ট খেলবে নামবে বাবর আজমরা। প্রথম টেস্টে প্রায় দুই দিন আগে দল ঘোষণা করে পাকিস্তান। কিন্তু এবার দ্বিতীয় টেস্টের আগের দিন দল ঘোষণা করলো পাকবাহিনী।
প্রথম টেস্টে পাকিস্তান খেলতে নামে চার পেসার ও একজন মাত্র স্পিনার নিয়ে। যা শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত হয়ে ভোগায় পাকিস্তান দলকে। তাই এবার নতুন চমক দেখিয়ে ১২ সদস্যের দল ঘোষণা করলো পিসিবি।
ঘোষিত দলে নেই বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। তার জায়গায় বাঁ-হাতি পেসার মীর হামজাকে দলে নেওয়া হয়েছে। এবার বাবর আজসরা খেলবে লেগ স্পিনার নিয়ে, দলে যোগ করা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। দ্বিতীয় টেস্টের জন্য অবশ্য তারা চূড়ান্ত একাদশ দেয়নি। ১২ জনের দল দিয়েছে। তাই এবার তারা কতজন পেসার নিয়ে মাঠে নামবে এটাও নিশ্চিত নয়।
আরও পড়ুন:
» বীরের বেশে দেশে ফিরলো সাফজয়ী যুবারা, পেল উষ্ণ অভিনন্দন
» সাকিবের লিগের নিলামে এবার ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম
রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলের ১২ সদস্যরা হলেন- আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ, নাসিম শাহ, আবরার আহমেদ।
ব্যাটিং অর্ডারে কোন পরিবর্তন নেই, তবে শাহিনের পরিবর্তে দলে বাহাতি পেসার হিসাবে হামজাকে দলে রাখবে নাকি আবরারকে খেলাবে বা খুররম শাহজাদ ও মোহাম্মদ আলীর মধ্যে একজনকে এটাই এখন দেখার বিষয়। প্রথম ম্যাচ হারার পর তুমুল আলোচানার মুখে পড়ে পাকিস্তান দল, সেখান থেকে দ্বিতীয় টেস্টে কিভাবে দল সাজাবে তাতেও তারা সাসপেন্স রেখেছে।
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এএস/এজে