Connect with us
ফুটবল

সাফের শিরোপা ধরে রাখতে এবার দলে আছেন যারা

Bangladesh women football saff team 2022
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপ নিঃসন্দেহে বাংলাদেশ নারী ফুটবলে এক স্মরণীয় টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঠিয়ে ধরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার নতুন করে এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।

আগামী ১৭ অক্টোবর থেকে নেপালের মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে গতবারের চ্যাম্পিয়ন দলে এসেছে অনেক পরিবর্তন। তারুণ্য ও অভিজ্ঞতার দ্বৈত মিশেলে কঠিন লড়াই উপহার দিতে চায় এবারের দল।

গতকাল সোমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২৩ সদস্যের দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে আসা ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার। গত মৌসুমের চ্যাম্পিয়ন দল থেকে বাদ পড়েছেন ৮ জন। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছে অনেক নতুন মুখ।

গত আসরে দল ছিলেন তবে এবার নেই, এমন ফুটবলার হলেন– আঁখি খাতুন, মার্জিয়া, সোহাগী কিসকু, সিরাত জাহান স্বপ্না, সাথী বিশ্বাস, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী ও ইতি রানী।

তাদের জায়গায় এবারের সাফ চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, কোহাতি কিসকু, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, শাহেদা আক্তার রিপা ও মিলি আক্তার।

আরও পড়ুন:

» সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলা কবে কখন?

» ‘জমজমাট’ হবে ২০২৫ বিপিএল, প্রত্যাশা বিসিবি সভাপতির

৭ জাতির এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর। যেখানে বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচে ২৩ অক্টোবর বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে। টুর্নামেন্টে এর আগে আগে খেলা ছয় মৌসুমে প্রথম পাঁচবারই শিরোপা জিতেছিল ভারত। যেখানে তারা চারবার নেপালকে এবং একবার বাংলাদেশকে হারিয়েছিল ফাইনালে।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার ও ইয়ারজান বেগম।

ডিফেন্ডার: মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নীলা, ও শিউলি আজিম।

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, ঋতুপর্না চাকমা, আইরিন খাতুন, মাতসুশিমা সুমাইয়া ও শাহেদা আক্তার রিপা।

ফরোয়ার্ড: তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সাগরিকা ও কৃষ্ণা রানী সরকার।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল