পহেলা জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই আসরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন দেশ নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে। টাইগাররাও পিছিয়ে নেই, বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল শান্তর দল।
তবে বিশ্বকাপের এখনো মাস দুয়েক বাকি থাকলেও আগে ভাগেই ঝামেলা এড়াতে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসলে শেষ সময়ে গিয়ে যেন ক্রিকেটারদের নিয়ে ভিসা জটিলতায় পড়তে না হয় তাই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ সকালে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে একত্রিত হয়ে টিম বাসে করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান ক্রিকেটারেরা। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন। বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিসিবি তাদেরই বায়োমেট্রিক সম্পন্ন করার ব্যবস্থা করেছে যারা আসন্ন বিশ্বকাপে ক্রিকেট বোর্ডের ভাবনায় রয়েছে।
সব মিলিয়ে আজ মোট ২২ জন ক্রিকেটার ফিঙ্গারপ্রিন্ট দিতে আমেরিকান দূতাবাসে গিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, শামীম হোসেন পাটওয়ারী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম ও সৈয়দ খালেদ আহমদ।
এছাড়া সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের আগে থেকেই ভিসা থাকায় তাদের আমেরিকান দূতাবাসে যাওয়ার প্রয়োজন পড়েনি।
আরও পড়ুন: চেন্নাইয়ের হয়ে আবার কবে থেকে দেখা যাবে মুস্তাফিজকে?
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এমএস/এমটি