কোন ফুটবলারের জন্য ব্যক্তিগত পুরস্কার হিসেবে সবচেয়ে আকাঙ্ক্ষিত ও সম্মানজনক পুরস্কার হলো ব্যালন ডি’অর। গত ১৫ বছর ধরে এই পুরস্কারটি যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বোচ্চ বার এই পুরস্কার জেতা খেলোয়াড়ও এই দু’জনই। তবে বর্তমানে এই দুই কিংবদন্তি ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকায় ২০২৪ ব্যালন ডি’অরের দৌঁড়ে ইয়ংস্টাররা সব থেকে এগিয়ে আছেন।
বর্তমানে ইউরোপের টপ ফাইভ লিগে ব্যক্তিগত ও দলীয়ভাবে যে ক’জন খেলোয়াড় উড়ন্ত ফর্মে আছেন তাদের মধ্যে ভিনিসিয়ুস, এমবাপ্পে, হাল্যান্ড, বেলিংহাম, ফোডেন, রদ্রিগো অন্যতম। অন্য দিকে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি ইউরোপ ছেড়ে বর্তমানে খেলছেন এমএলএসে। আর ৫ বারের জয়ী রোনালদো সৌদি প্রো লিগ মাতিয়ে বেড়াচ্ছেন। কিছু দিন আগেই মেসি ৩৭ বছরে পা দিলেন আর রোনালদোর বয়স ৩৯ বছর। তাই এই গোল্ডেন বল অর্জনের দৌঁড়ে মেসি-রোনালদো এখন অনেকটাই দূরে সরে গেছেন।
কিন্তু এরপরও বরাবরের মত ফুটবল অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ২০২৪ সালের সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী কে হতে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন মানুষ তাদের মতামত প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে শুরু করেছেন যেখানে ভক্ত-সমর্থক ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়েরাও রয়েছেন। এবার বিষয়টিতে শামিল হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
আরো পড়ুন : ৪-১ ব্যবধানে জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে ব্রাজিল কোচের বার্তা
২০২৪ ব্যালন ডি’অর জয়ে ফেভারিট চার জন খেলোয়াড়ের নাম জানিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। ব্রাজিলের এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে আল হিলাল তারকা বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র থাকবে তালিকার শীর্ষে। এরপর দুইয়ে যৌথভাবে থাকবে রদ্রিগো আর বেলিংহাম।’ আর এক সময়ের সতীর্থ ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পেকে তিনি তিন নম্বরে রাখবেন বলে জানান।
ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/এমএস