২০২৪ সাল শেষ হয়ে গেছে। তবে নতুন বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বড় একটি প্রশ্নের মুখোমুখি—জাতীয় ফুটবল দলের জন্য কে হবে পরবর্তী কোচ? গত ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে বাংলাদেশ পুরুষ এবং নারী ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও পিটার বাটলারের চুক্তি। এখন জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে ফুটবল মহলে চলছে নানা আলোচনা।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, পুরুষ জাতীয় দলের কোচ হিসেবে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাফুফের নতুন জাতীয় দল কমিটির প্রথম সভায় নেওয়া হবে। তাবিথ আউয়াল নিজেই এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
যদিও তাবিথ আউয়াল কোচদের নাম প্রকাশ করতে রাজি হননি, তবে আভাস দিয়েছেন যে বর্তমান কোচ হাভিয়ের কাবরেরাও এই তালিকায় রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের হাতে বেশ কিছু বায়োডাটা রয়েছে। যাচাই-বাছাই করে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করেছি। দেখা যাক, পুরোনো কোচের ওপর আস্থা রাখা হবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।’
গুঞ্জন রয়েছে, স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার যে বেতন দেওয়া হয়েছিল, তার চেয়ে কম পারিশ্রমিকে নতুন কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। তবে তাবিথ এই তথ্য অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘টাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি মূল বিষয় নয়। এশিয়ান কাপের প্রতিপক্ষ, তাদের শক্তি, এবং আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দল মার্চ মাসে এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেবে। প্রথম ম্যাচ ২৫ মার্চ ভারতের মাটিতে ভারতের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুরের সঙ্গে। এসব দলের কোচিং স্টাফ এবং কৌশল বিশ্লেষণ করেই বাফুফে কোচ নিয়োগের সিদ্ধান্ত নিতে চায়।
বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতানো ব্রিটিশ কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়ে বাফুফে ইতিবাচক অবস্থানে রয়েছে। জানা গেছে, বাটলারকে একাডেমির দায়িত্ব থেকে সরিয়ে পুরোপুরি জাতীয় নারী দলের কোচ হিসেবে রাখা হতে পারে।
নারী দলের জন্য বাটলারের সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে তাবিথ বলেন, ‘নারী ফুটবলের উন্নতির জন্য আমাদের এমন একজন কোচ দরকার, যিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবেন। বাটলারের অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। তবে এখনো প্রতিপক্ষ ঠিক হয়নি। বাফুফে আশা করছে, ফেব্রুয়ারির মধ্যে অন্তত দুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।
আরও পড়ুন:
» জয়সওয়ালের আউট: স্নিকো প্রযুক্তির সীমাবদ্ধতা
» অস্ট্রেলিয়ার লক্ষ্য ট্রফি পুনরুদ্ধার ও ফাইনাল
নতুন কোচ নির্বাচন বাফুফের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, জাতীয় দল শুধু এশিয়ান কাপ নয়, সামনের বিশ্বকাপ বাছাইপর্বেও প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় দলের খেলোয়াড়দের উন্নয়ন, কৌশলগত পরিকল্পনা এবং প্রতিপক্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৌশল তৈরি করা এই কোচের অন্যতম দায়িত্ব হবে।
পুরুষ এবং নারী জাতীয় দলের কোচ নির্বাচন শুধু তাৎক্ষণিক পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নকেও প্রভাবিত করবে। তাবিথ আউয়াল এ বিষয়ে বলেন, ‘আমরা এমন একজন কোচ চাই, যিনি শুধু বর্তমান প্রতিযোগিতায় ভালো করবেন না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন।’
ফুটবল বিশেষজ্ঞ এবং সমর্থকেরা আশা করছেন, বাফুফে এবার এমন একজন কোচ নির্বাচন করবে, যিনি দলের মানসিকতা এবং কৌশলগত দিক উন্নত করতে সক্ষম হবেন। জাতীয় দলকে কেবল এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করানোর লক্ষ্যেই নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা তৈরি করাই কোচের মূল চ্যালেঞ্জ হবে।
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৫/আইআর/এফএএস