বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট বিগ ব্যাশের এবারের আসরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে হোবার্ট হারিকেনসের হয়ে মাঠ মাতাবেন এই অলরাউন্ডার। লেগ স্পিনের অভাব পুরণে বিগ ব্যাশের বেগুনি শিবিরে যোগ দেবেন এই টাইগার স্পিনার।
তারকা ভরা এই ফ্রাঞ্চাইজিতে বেশ কিছু চেনা মুখ পাবেন রিশাদ। বিশ্বকাপ জয়ী তারকা ম্যাথিউ ওয়েড এবং টিম ডেভিডকে সতীর্থ হিসাবে পাচ্ছেন তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ন্যাথান এলিস এবং বেন ম্যাকডেরমটের মত তারকারাও আছেন তার দলে।
এছাড়া রিশাদদের কোচ জেফ ভন। দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন সাবেক অজি তারকা রিকি পন্টিং। তাই বলাই যায়- বিগ ব্যাশ ক্যারিয়ারের সূচনা স্মরণীয় হতে যাচ্ছে এই টাইগার অলরাউন্ডারের।
আরও পড়ুন :
» খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, রেকর্ড হলো মিরাজের
» ফিজিকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল
রোববার ড্রাফটে সিডনিতে বিগ ব্যাশের এবারে টুর্নামেন্টে ২৮ নম্বর ডাকে দুই বারের রানার্সআপ হোবার্ট দলে টানে রিশাদ হোসেনকে। ফ্রাঞ্চাইজিটি রিশাদের আগে দলে ভেড়ায় ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে।
এদিকে দলের ভেরানোর পরই হোবার্ট হারিকেন্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রিশাদকে স্বাগত জানিয়েছে।
এক নজরে হোবার্ট হারিকেন্স স্কোয়াড
হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং
কোচ : জেফ ভন
হারিকেন্স স্কোয়াড :
ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডেরমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এইচআই/এসএ