Connect with us
ক্রিকেট

এবারের বিশ্বকাপে ব্যাটি-বোলিং বিভাগে সেরা হলেন যারা

ঘরের মাঠে স্বপ্ন ভঙ্গ ভারতের। হলো না তৃতীয় শিরোপা জয়। চোখের জলে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা, কোহলিরা। ভারতকে কাঁদিয়ে ট্রফি জিতেছে বিশ্বকাপে অলটাইম ফেভারিট অস্ট্রেলিয়া। অষ্টমবার বিশ্বকাপ ফাইনাল খেলে ৬ষ্ঠ শিরোপা অজিদের। ভারতে নীল সমুদ্রে জয়ৎসব হলুদের।

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়াই সেরা, ফাইনালে সেরা ট্রাভিস হেড। দুর্দান্ত এক সেঞ্চুরিতে দেশকে বিশ্বকাপ জিতিয়ে, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন হেড। ফাইনালে পরাজিত হলেও, দারুন এক বিশ্বকাপ কাটিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৭৬৫ রানের রেকর্ড গড়ে, ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মাস্টার ক্লাস কোহলি। আসরে সবচেয়ে বেশি ২৪ উইকেট মোহাম্মদ শামির।

Pat Cummins and Co are champions again in 2023, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান ওপেনার ট্রাভিস হেডের। একপ্রান্তে অনবদ্য ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। সেমিফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন হেড। ফাইনালের মঞ্চেও তার ব্যাটে থাকে রানের ফোয়ারা।

ICC World Cup 2023: Virat Kohli awarded man of the tournament for 765 runs,  3 hundreds | Mint

শতরান পূর্ণ করেন ট্রাভিস হেড। দল ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে। ১৫টি চার ও চারটি ছক্কায় ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন ট্রাভিস হেড। এর আগে এই কৃতিত্ব দেখান ৮৩ বিশ্বকাপে ভারতের মহিন্দার অমরনাথ ও ৯৬ বিশ্বকাপে শ্রীলংকার অরবিন্দ ডি সিলভা।

Travis Head: World Cup-final centurion, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

ট্রফিটা হাতছাড়া হলেও, ব্যক্তিগত সাফল্যে বেশি অর্জন ভারতেরই। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। তিনটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি। ফাইনালেও ফিফটি করেন কোহলি। স্বদেশি রোহিত শর্মা ৫৯৭ ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৫৯৪ রান করেন। এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কোহলি।

Mohammed Shami threw India's first punch, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

বোলিংয়ে আগুন ঝরিয়েছেন ভারতের মোহাম্মদ শামি। ৭ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার উইকেট ২৩ টি। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব শামির।

আরও পড়ুন: যে ৫ জনের কারণে বিশ্বকাপ ফাইনালে হারলো ভারত

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট