Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটে বছর সেরা যারা

Bangladesh Cricket TEam
টিম বাংলাদেশ। ছবি- সংগৃহীত

২০২৩ সালের শেষ সময়ে এসে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব কষতে গেলে মিশ্র প্রতিক্রিয়াই পেতে হবে অধিকাংশ ভক্তদের। যে সংস্করণে সবচেয়ে ভালো ক্রিকেট খেলতে অভ্যস্ত সাকিব-মুশফিকরা, সেই ওয়ানডেতেই এ বছরে শুনতে হয়েছে বিষাদের সুর। যার সবচেয়ে বড় উদাহরণ ২০২৩ বিশ্বকাপ আসর। আর টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে তুলনামূলক দূর্বল দল হিসেবে পরিচিত বাংলাদেশের ক্রিকেটে চলতি বছরে মিলেছে সুসময়ের আভাস।

সেরা ব্যাটার

২০২৩ সালে টেস্ট ও ওয়ানডে এই দুই সংস্করণে লাল সবুজদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। গত বছরেও ব্যর্থতার বেড়া জালে ঘুরপাক খাওয়া শান্ত এ বছরে ২০ ওভারের ক্রিকেটেও বাংলাদেশিদের মধ্যে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৪ টেস্ট খেলে করেছেন ৩টি সেঞ্চুরি। ৪ টেস্টে ৫৫ গড়ে এই বাঁ হাতির মোট রান ৪৪০। এক দিনের ক্রিকেট নিয়ে শান্তর অবশ্য একটুর জন্য কিছুটা ‘আফসোস’ থাকতেই পারে।

কেননা ওয়ানডেতে অল্পের জন্য হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি। ২৭টি ওয়ানডে খেলে ২ শতক ও ৮ টি অর্ধ শতকের সঙ্গে রান করেছেন মোট ৯৯২। সব দিক বিবেচনায় ২০২৩ সালে দেশের ক্রিকেটে সবচেয়ে উজ্জল নক্ষত্র নাজমুল শান্তই।

শান্তর পর ওয়ানডে ও টেস্ট সংস্করণে টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই ডান হাতি ব্যাটসম্যান টেস্টে ৩৫৫ রানের পাশাপাশি ওয়ানডেতে ২৬ ম্যাচে ৩৭ গড়ে ৮৪৬ রান করেছেন।

২২ ম্যাচে ৩৫ গড়ে ৭৩৫ রান তুলে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের সেরা ব্যাটসম্যান ওপেনার লিটন দাস। ৯ ম্যাচে ৩২৪ রান করে সবার শীর্ষে এই ডান হাতি। সমান ম্যাচে রনি তালুকদারের রান ২০৩ এবং ১ ম্যাচ বেশি খেলে শান্তর এই সংস্করণে রান ২১৮।

সেরা বোলার

বল হাতে তিন সংস্করণে মোট ৪৬ উইকেট শিকার করে শীর্ষে আছেন পেসার তাসকিন আহমেদ। সারা বছরে মাত্র একটি টেস্ট খেলে ৪ উইকেট নেয়া এই পেসার ওয়ানডেতে নিয়েছেন ২৬ উইকেট এবং টি-টোয়েন্টি থেকে ১৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটেও তাসকিনই সর্বোচ্চ উইকেট শিকারী।

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১২ উইকেট নিয়ে দুইয়ে থাকা সাকিবের পরেই তিন নম্বরে আছেন শরিফুল ইসলাম। টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৮ টি।

অবশ্য এক দিনের ক্রিকেটের সেরা বোলার ছিলেন শরিফুল ইসলাম। ১৯ ম্যাচে ৩২ উইকেট নিয়ে তাসকিনকে পেছনে ফেলেছেন এই তরুণ তুর্কি। উইকেট প্রতি ২৫ রানেরও কম খরচ করেছেন শরিফুল। তিনে থাকা সাকিব নিয়েছেন ২৩ উইকেট।

বর্তমানে টেস্ট ক্রিকেটে টাইগারদের সেরা স্পিনার তাইজুল ইসলাম এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। ৪ টি টেস্ট খেলে তাইজুলের নেয়া উইকেট সংখ্যা ২৬। তালিকার দুইয়ে থাকা মেহেদী হাসান মিরাজ উইকেট সংখ্যা খানিকটা পিছিয়ে আছেন বলা যায়। মিরাজের নেয়া উইকেট সংখ্যা ১৩ আর তিনে থাকা শরিফুল পেয়েছেন ৮ উইকেট।

আরও পড়ুন:

» একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকইনফোর বর্ষসেরা দলে নাহিদা

» বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ?

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট