![Champions and runners-up of the eleven seasons of BPL](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Champions-and-runners-up-of-the-eleven-seasons-of-BPL.jpg.webp)
সদ্য সমাপ্ত বিপিএলের মধ্য দিয়ে টুর্নামেন্টটির ১১তম আসরের পর্দা নেমেছে। এই আসরের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের ১১টি আসরের মধ্যে সর্বোচ্চ ৪ বার শিরোপা জয় করেছে ফ্রাঞ্চাইজিটি। ৩ শিরোপা নিয়ে বিপিএলের দ্বিতীয় সফলতম ফ্রাঞ্চাইজি ঢাকা। এছাড়া বরিশাল ২টি এবং রংপুর ও রাজশাহী একবার করে শিরোপা জয় করেছে।
২০১২ সালে ৬ দল নিয়ে মাঠে গড়ায় বিপিএলের প্রথম আসর। সেই আসরে ফাইনালে উঠেছিল ঢাকা ও বরিশাল ফ্রাঞ্চাইজি। ফাইনালে বরিশালকে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা। পরের আসরেও ফাইনাল নিশ্চিত করে ঢাকা, প্রতিপক্ষ ছিল চিটাগং। ফাইনালে চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ঢাকা ফ্রাঞ্চাইজি।
আরও পড়ুন:
»তামিমকে অধিনায়ক করে ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ
» বড় সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল
২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে নতুন চ্যাম্পিয়ন পায় বিপিএল। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়েছে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। সে আসরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয় বরিশাল। তবে ২০১৬ সালে পুনরায় শিরোপা নিজেদের ডেরাইয় ফিরিয়ে আনে ঢাকা। চতুর্থ আসরের ফাইনালে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা।
বিপিএলের পঞ্চম আসরে প্রথম শিরোপার দেখা পায় রংপুর রাইডার্স। পরের আসরে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে কুমিল্লা। এই দুই আসরের টানা ফাইনাল হেরেছিল ঢাকা।
২০১৯ সালে বিপিএলের সপ্তম আসরে প্রথম শিরোপার দেখা পায় রাজশাহী। খুলনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ফ্রাঞ্চাইজিটি। এরপর ২০২২ সালে বরিশাল এবং ২০২৩ সালে সিলেটকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তোলে কুমিল্লা। তবে দশম আসরে ফাইনালে উঠেও বরিশালের কাছে শিরোপা হারায় কুমিল্লা। আর সদ্য সমাপ্ত আসরে চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় করেছে বরিশাল।
একনজরে বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্স আপের তালিকা:
সাল | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১২ | ঢাকা | বরিশাল |
২০১৩ | ঢাকা | চিটাগাং |
২০১৫ | কুমিল্লা | বরিশাল |
২০১৬ | ঢাকা | রাজশাহী |
২০১৭ | রংপুর | ঢাকা |
২০১৮ | কুমিল্লা | ঢাকা |
২০১৯ | রাজশাহী | খুলনা |
২০২২ | কুমিল্লা | বরিশাল |
২০২৩ | কুমিল্লা | সিলেট |
২০২৪ | বরিশাল | কুমিল্লা |
২০২৫ | বরিশাল | চিটাগং কিংস |
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)